ICC T20 World Cup 2022 Full Schedule: ২০২২ সালের T20 বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। আজ অর্থাত্ শুক্রবার T20 বিশ্বকাপের সূচি জারি করল আইসিসি। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তবে উপমহাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে সবচেয়ে সুখের খবরটি হল, এবারের T20 বিশ্বকাপে দেখা যাবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ।
আরও পড়ুন: ICC Test Team of the Year: ICC-র টেস্ট টিমে বাদ বিরাট, রয়েছেন রোহিত সহ ভারতের ৩
ভারত বনাম পাকিস্তান ম্যাচ
ICC আজ যে সূচি জারি করেছে, তা হল, ১৬ অক্টোবর থেকে শুরু হবে T20 বিশ্বকাপ। সুপার-১২ রাউন্ড শুরু হবে ২২ অক্টোবর। এই রাউন্ডে আরেক মহাযুদ্ধ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে। ২৩ অক্টোবর হবে ভারত-পাকিস্তান ম্যাচ।
২০২২ সালের T20 বিশ্বকাপে ভারতের ম্যাচ কবে?
২৩ অক্টোবর মেলবোর্নে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে। তারপর ২৭ অক্টোবর সিডনিতে ভারত বনাম গ্রুপ এ রানার-আপ ম্যাচ। ৩০ অক্টোবর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২ নভেম্বর ভারত বনাম বাংলাদেশ হবে অ্যাডিলেডে। ৬ নভেম্বর ভারত বনাম গ্রুপ বি জয়ীর ম্যাচ। T20 বিশ্বকাপে ভারত খেলবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও দুটি কোয়ালিফায়ার টিমের সঙ্গে।
The fixtures for the ICC Men’s #T20WorldCup 2022 are here!
— ICC (@ICC) January 20, 2022
All the big time match-ups and how to register for tickets 👇
কোন গ্রুপে কারা?
গ্রুপ- ১: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান
গ্রুপ -- ২: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ
এ বছরের টি-২০ বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর, রবিবার। ফাইনাল হবে ১৩ নভেম্বর। মোট ১৬টি দেশ খেলবে বিশ্বকাপে।