সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গে জিতে মেলবোর্নের টিকিট কেটে ফেলল পাকিস্তান (Pakistan)। এবার ভারতের পালা। আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমি ফাইনালে নামবে টিম ইন্ডিয়া (Team India)। সমর্থকরাও আশা করছেন, মেলবোর্নে ভারত-পাকিস্তান লড়াই দেখতে পারবেন তাঁরা। তবে সমর্থকদের সেই স্বপ্ন সত্যি হবে না বলেই হুঙ্কার ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের (Jos Buttler)। কারন, ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচ হওয়ার অর্থ কালকের ম্যাচে ইংল্যান্ডের হার। পাশাপাশি ফর্মে থাকা সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) হুঁশিয়ারি দিয়ে রাখলেন ইংল্যান্ড অধিনায়ক।
ভারত-পাকিস্তান ফাইনাল হবে না
অ্যাডিলেড ওভালে দারুণ ম্যাচের অপেক্ষায় রয়েছেন জস বাটলাররা। ম্যাচের আগে সাংবাদিক সম্মলনে কার্যত হুঙ্কার দিয়ে রাখলেন ইংল্যান্ড অধিনায়ক তিনি বলেন, ''আমরা চাইবো না ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ হোক। আমাদের সাধ্যমত চেষ্টা করে যাব যাতে এমনটা না হয়। ভারতের বিরুদ্ধে সেমি ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছি।''
আরও পড়ুন: সেমি ফাইনালে দলে পন্ত না কার্তিক? বড় আপডেট দিলেন রোহিত
চোট সমস্যা ভাবাচ্ছে ইংল্যান্ডকে
চোট রয়েছে মার্ক উড ও ডেভিড মালানের। তাঁরা কী সেমি ফাইনালের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন? প্রশ্নের উত্তরে বাটলার বলেন, ''ম্যাচের আগে ওদের নিয়ে সিদ্ধান্ত নেব। কারণ আমরা চাই ওরা দুই জনেই এই ম্যাচটা খেলুক। দুই জনের অবস্থাই খতিয়ে দেখছেন মেডিকেল টিমের অফিসাররা। আমাদের তাদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।''
আরও পড়ুন: 'মুখ তো চটির মতো...' ইনস্টায় ট্রোলারকে ধুয়ে দিলেন বুমরার স্ত্রী
সূর্যকুমারকে হুঁশিয়ারি
এই টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর ব্যাটিং দেখতে বাটলারের ভালই লাগে। কিন্তু তাঁকে আউট করতে মাত্র একটা বল দরকার। আর সেটাই কালকের ম্যাচে করে দেখাতে চান ইংল্যান্ড বোলাররা। বাটলার বলেন, ''সূর্যকুমার যাদবের খেলা দেখতে দারুণ লাগছে। ও এমন একজন ব্যাটসম্যান যার অনেক শট আছে। কিন্তু ব্যাটসম্যানকে আউট করতে একটা বল দরকার। আমরা তা করতে আগ্রহী।''
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে নামার আগে ২ তারকার চোট, দুঃশ্চিন্তায় বাটলাররা
ভারতীয় দলের দুই বোলার ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহালের প্রশংসাও শোনা গেল বাটলারের কাছ থেকে। তিনি বলেন ''ভুবনেশ্বর কুমার একজন ভালো বোলার, কিন্তু আমি তাকে ভয় পাই না। ভারতীয় দল দুর্দান্ত। এতে অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। আমার দলের প্রতিও আমার পূর্ণ আস্থা আছে। যুজবেন্দ্র চাহাল একজন দুর্দান্ত বোলার। তিনি একজন উইকেট টেকার বোলার। ''