ICC Women's World Cup Final: ভারত না দক্ষিণ আফ্রিকা, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কে হবে মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন? রইল অঙ্ক

রবিবার নবি মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে কোন দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে?

Advertisement
ভারত না দক্ষিণ আফ্রিকা, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কে হবে মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন? রইল অঙ্কভারত বনাম দক্ষিণ আফ্রিকা
হাইলাইটস
  • রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ
  • বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বইয়ে
  • ম্যাচ ভেস্তে গেলে কে হবে চ্যাম্পিয়ন?

জেমাইমা রড্রিগেজের কাঁধে ভর করে ICC মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের মেয়েরা। স্বপ্নের ইনিংস খেলেন খেলেন তিনি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে রুদ্ধশ্বাস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। রবিবার উইমেন ইন ব্লুয়ের সামনে দক্ষিণ আফ্রিকা। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই মেগা ম্যাচ। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বইয়ে। সেক্ষেত্রে ম্যাচ ভেস্তে গেলে কোন দলের হাতে উঠবে ট্রফি? 

মহিলা বিশ্বকাপের একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জেরে। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। accuweather.com-এর পূর্বাভাস অনুযায়ী, রবিবার ৬৩ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। আকাশ অধিকাংশ সময়েই থাকবে মেঘলা। তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এমনকী বইতে পারে ঝোড়ো হাওয়াও। এই পরিস্থিতিতে ম্যাচ কি রিজার্ভ ডে-তে গড়াবে? চলছে নানা জল্পনা। 

ICC-র তরফে মহিলা বিশ্বকাপ ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। ২ নভেম্বর কোনও অঘটন ঘটলে, ম্যাচ ভেস্তে গেলে খেলা হবে ৩ নভেম্বর, সোমবার। কিন্তু সেদিনও যদি বৃষ্টি হয় তবে? পূর্বাভাস অনুযায়ী, সোমবার ৫৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। সেদিনও আকাশ মেঘলাই থাকবে। 

এক্ষেত্রে দু'দিনেও যদি ম্যাচ অনুষ্ঠিত না হয় তবে যৌথ ভাবে ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে। গড় এবং পয়েন্ট টেবিল মিলিয়ে দেখবে ICC। সাধারণত টস হয়ে গেলে ম্যাচটি সেদিনের জন্য লাইভ ধরা হয়। ন্যূনতম ২০ ওভার ম্যাচ না গড়ালে তা বাতিল ধরা হবে। 

স্বপ্নকে বাস্তব করার পথে অনেকটা এগিয়ে গিয়েছে ভারতের মেয়েরা। সেমিফাইনালে অসাধ্য সাধন করার পর কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল জেমাইমা, হরমনপ্রীতদের। ফলে ফাইনালেও জানপ্রাণ লড়িয়ে দেবেন তাঁর ময়দানে, তা আর বলার অপেক্ষা রাখে না। ১৫ ম্যাচজয়ী অজিদের বিজয়রথ থামিয়ে ভারতকে ফাইনালে পৌঁছে দেন জেমাইমা। ৯ বল ও ৫ উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে যায় তাঁরা। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে উইমেন ইন ব্লু। 

Advertisement

ভারতের স্কোয়াড: শেফালি বর্মা, স্মৃতি মন্ধানা, অমনজোত কর, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, রেণুকা সিং ঠাকুর, স্নেহা রাণা, অরুন্ধতী রেড্ডি, হরলিন দেওয়ল, উমা ছেত্রী (উইকেটকিপার)।

সাউথ আফ্রিকার স্কোয়াড: লরা বোলবন্ড (ক্যাপ্টেন), তাজমিন ব্রিটস, সুনে লুস, এনেরি ডর্কসেন, এনেকে বশ, মারিজোনে ক্যাপ, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লো ট্রায়ন, নাদিন ডিক্লার্ক, আয়াভোগা খাকা, ননকুলুলেকো ম্লাবা, তুমি সেখুখুনে, নদুমিসো শাংসে, করাবো মেসো, মসাভাতা ক্লাস।  

 

POST A COMMENT
Advertisement