ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) টেস্ট সিরিজ সবে শেষ হয়েছে। টিম ইন্ডিয়া (Team India) সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে। এবার ওয়ানডে সিরিজে খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series)। এই সিরিজ শুরু হচ্ছে ১৭ মার্চ থেকে। এ বছর অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের (ICC World Cup) আগে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এই তিন ম্যাচের সিরিজ নিয়ে টিম ইন্ডিয়ার সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে ৩ ম্যাচের সিরিজ খেলতে হবে। প্রথম ম্যাচটি ১৭ মার্চ মুম্বইয়ে, দ্বিতীয় ম্যাচ ১৯ মার্চ বিশাখাপত্তনমে এবং তৃতীয় ম্যাচ ২২ মার্চ চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। তবে এই সিরিজের আগেই দল থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথম ম্যাচে দলে নেই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
• প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে পাওয়া যাবে না। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন তিনি। ফলে প্রথম ম্যাচে দলের অধিনায়কত্বের দায়িত্ব নেবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ফিরবেন রোহিত শর্মা।
আরও পড়ুন: 'বুরা না মানো কোহলি হ্যায়' বিরাট রান পেতেই দিল্লি পুলিশের মজার ট্যুইট, VIRAL
• শুধু ভারত নয় অস্ট্রেলিয়ার অধিনায়কও বদল হয়েছে। প্যাট কামিন্স (Pat Cummins) তাঁর মায়ের মৃত্যুর পর ভারতে ফিরে আসেননি, ফলে সফরকারী দলের অধিনায়কত্ব করবেন করবেন স্টিভ স্মিথ (Steve Smith)।
• সিরিজ শুরুর ঠিক আগে চোট পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার, তিনি আহমেদাবাদ টেস্টও খেলতে পারেননি। তবে তাঁর জায়গায় কে খেলবেন তা এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ODI সিরিজে দলে নেই কামিন্স, কাপ্টেন কে?
• টিম ইন্ডিয়া ওয়ানডেতে এক নম্বর দল, যেখানে অস্ট্রেলিয়া দল দুই নম্বরে। দু'জনের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ২, অস্ট্রেলিয়া সিরিজ জিতলে এই র্যাঙ্কিং বদলে যেতে পারে।
• দুই দলের শেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া জিতেছিল। এই সিরিজটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারতকে ১-২ ব্যবধানে হারতে হয়েছিল।
• এখনও পর্যন্ত দুটি দলের মধ্যে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৮০টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ৫৩টি ম্যাচ। ভারতে ৬৪টি ম্যাচ খেলা হয়েছে যেখানে অস্ট্রেলিয়া জিতেছে ৩০টি এবং ভারত জিতেছে ২৯টি ম্যাচে।
ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ
• ১ম ম্যাচ - ১৭ মার্চ, শুক্রবার, মুম্বই (দুপুর ১.৩০ )
• ২য় ম্যাচ - ১৯ মার্চ, রবিবার, বিশাখাপত্তনম (দুপুর ১.৩০ )
• ৩য় ম্যাচ - ২২ মার্চ, বুধবার, চেন্নাই (দুপুর ১.৩০ )
অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মারনাস লাবুসচেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা
ভারতীয় দল: ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকট