India vs Sri Lanka T20I: মাথায় বলের আঘাত, হাসপাতালে ভর্তি ভারতের ওপেনার ইশান কিশান

সূত্রের খবর, ব্যাট করতে গিয়ে চোট পাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইশানকে। সতর্কতা হিসাবে অবিলম্বে তাঁর সিটি স্ক্যান করান হয়েছিল। সূত্রটি জানিয়েছে যে বর্তমানে তিনি ভাল আছেন এবং দ্রুত তাঁর কী করনীয় তা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। রবিবারে সিরিজের তৃতীয় ম্যাচে ইশানকে পাওয়া যাবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

Advertisement
মাথায় বলের আঘাত, হাসপাতালে ভর্তি ভারতের ওপেনার ইশান কিশানইশান কিশান
হাইলাইটস
  • ইশান কিষানের মাথায় চোট লেগেছে
  • হাসপাতালে ভর্তি তিনি

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ওপেনার ব্যাটসম্যান ইশান কিষান (Ishan Kishan)। প্রথম ম্যাচের নায়ক ইশান ১৬ রান করে আউট হন। অধিনায়ক দাসুন শানাকার হাতে লাহিরু কুমারার বলে ক্যাচ দেন ইশান।

লাহিরু কুমারার একটি বাউন্সার ইশান কিষানের মাথায় আঘাত করে। এর পরেই ইশান কিছুটা অসুবিধার সম্মুখীন হন। বল আঘাত করার পর, তিনি হেলমেট খুলে সেখানে বসেন, তারপরে ভারতীয় দলের (Team India) ফিজিও মাঠে এসে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এরপর ইশান কিষাণ ব্যাটিং চালিয়ে গেলেও লাহিরু কুমারার শিকার হন তিনি।

সূত্রের খবর, ব্যাট করতে গিয়ে চোট পাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইশানকে। সতর্কতা হিসাবে অবিলম্বে তাঁর সিটি স্ক্যান করান হয়েছিল। সূত্রটি জানিয়েছে যে বর্তমানে তিনি ভাল আছেন এবং দ্রুত তাঁর কী করনীয় তা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। রবিবারে সিরিজের তৃতীয় ম্যাচে (India vs Sri Lanka 3rd T20I) ইশানকে পাওয়া যাবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

চোট পান চান্দিমালও
ইশান ছাড়াও কাংড়ার ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমালকে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান চান্দিমালও।

আরও পড়ুন: ফের দুরন্ত শ্রেয়স, সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত

আরও পড়ুন: সেলাম বিষ্ণু সোলাঙ্কি! সদ্যোজাত কন্যার মৃত্যু, শ্মশান থেকে ফিরে রঞ্জি ম্যাচে সেঞ্চুরি

ঈশান যদি তৃতীয় ম্যাচে অনুপস্থিত হন, তাহলে সুযোগ পেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল। যাই হোক, তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে তাদের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ থাকবে। রবি বিষ্ণোই, আভেশ খান, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং মায়াঙ্ক আগরওয়াল সুযোগ খুঁজছেন। অধিনায়ক রোহিত শর্মাও তৃতীয় ম্যাচে বেঞ্চ শক্তি চেষ্টা করার ইঙ্গিত দিয়েছেন। 

POST A COMMENT
Advertisement