দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালের দোরগোড়ায় ভারতীয় দল (Team India)। ঘরের মাঠে চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। শেষ দুই ম্যাচ ইন্দোর ও আমদাবাদে। এই দুই ম্যাচের মধ্যে যে কোনও একটা ম্যাচ জিততে পারলে সিরিজ জেতার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। তবে ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে?
শীর্ষে অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা অনুযায়ী, বর্ডার-গাভাস্কার সিরিজের আগে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। এখনও মনে করা হচ্ছে, ফাইনালে যাওয়ার সম্ভবনা উজ্জ্বল প্যাট কামিন্সদের। তবে ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে সিরিজ হারলে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কা যদি তাদের হারিয়ে দেয় তবে ফাইনালে চলে যেতে পারে শ্রীলঙ্কা।
আরও পড়ুন: লাগাতার ব্যর্থ রাহুল, তবু কেন পাশে কেন দ্রাবিড়-রোহিতরা? উঠছে প্রশ্ন
অঙ্ক কী বলছে?
তবে সেক্ষেত্রে দুই ম্যাচের সিরিজের দুটোই জিততে হবে শ্রীলঙ্কাকে। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে হেরে গেলে তাদের পার্সেন্টেজ হয়ে যাবে ৫৯.৬৫। অন্যদিকে শ্রীলঙ্কা দুই ম্যাচে নিউজিল্যন্ডকে হারালে ৬১.১১ শতাংশ নিয়ে ফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা। নিউজিল্যন্ডের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতলেও ফাইনালে যাওয়ার স্বপ্ন সফল হবে না শ্রীলঙ্কার। সেক্ষেত্রে তাদের শতাংশের হিসেবে পয়েন্ট দাঁড়াবে ৫৫.৫৬। যা অস্ট্রেলিয়ার থেকেও কম। সুতরাং একটা কথা পরিষ্কার, ফাইনালের রাস্তা বেশ কঠিন শ্রীলঙ্কার জন্য। তবে অঙ্কের হিসেবে অসম্ভব নয়।
আরও পড়ুন: চোট থেকে ফিরেই ছন্দে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের নায়ক জাদেজা
ড্র করতে হবে অস্ট্রেলিয়াকে
অস্ট্রেলিয়াকে ফাইনালে ওঠা নিশ্চিত করতে ভারতের মাটিতে অন্তত একটা ম্যাচে ভাল পারফর্ম করতেই হবে। পাশাপাশি কোনও পয়েন্ট পেনাল্টির জন্য হারালে চলবে না। যদি তারা বর্ডার গাভাস্কার ট্রফির একটা ম্যাচ ড্র করতে পারে, তবে শতাংশের বিচারে তাদের পয়েন্ট হবে ৬১.৪০। সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি দুই ম্যাচও জেতে তা হলেও তারা পৌঁছবে ৬০.৯০ শতাংশে। ফলে কিছুটা হলেও এগিয়ে থেকে ফাইনালে যাবে অজিরা। তবে যদি পয়েন্ট কাটা যায় পেনাল্টির জন্য তবে বিপদে পড়তে হবে প্যাট কামিন্সদের।