India vs Sri Lanka Asia Cup 2022: দারুন ইনিংস রোহিতের, শ্রীলঙ্কার সামনে ১৭৪ রানের লক্ষ্য রাখল ভারত

ভারতের ইনিংস শেষ হল ১৭৩ রানে। কেএল রাহুল (KL Rahul) ও বিরাট (Virat Kohli) আউট হওয়ার পর ৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতের অধিনায়ক।

Advertisement
দারুন ইনিংস রোহিতের, শ্রীলঙ্কার সামনে ১৭৪ রানের লক্ষ্য রাখল ভারতরোহিত শর্মা
হাইলাইটস
  • ১৭৩ রান করল ভারত
  • ৭২ করলেন রোহিত

শুরুতেই দুই উইকেট হারিয়ে ভারতকে চাপে ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ১৩ রানে ২ উইকেট হারায় টিম ইন্ডিয়া। তবে তখনই জ্বলে উঠলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের ইনিংস শেষ হল ১৭৩ রানে। কেএল রাহুল (KL Rahul) ও বিরাট (Virat Kohli) আউট হওয়ার পর ৪১ বলে ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতের অধিনায়ক। ৬ রান করে ভারতের ওপেনার কেএল রাহুল আউট হন। পরের ওভারেই বোল্ড হয়ে ফেরেন বিরাট কোহলিও। ০ রানে আউট হয়ে প্যাভেলিয়ানে ফেরেন বিরাট।

১৭৩ রান করে ভারত

গত দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করার পর এদিন শুরুতেই বড় শট খেলতে গিয়ে আউট হন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে লড়াই চালিয়ে যান রোহিত। শুরুতে ১০ বলে ১০ রান করেছিলেন তিনি। কিন্তু সময় কাটিয়ে উইকেটের চরিত্র বুঝে বেধড়ক পেটাতে থাকেন ভারত অধিনায়ক। রোহিত আউট হওয়ার আগে অবধি মনে করা হচ্ছিল ভারতের রান ১৮০ পেরিয়ে যাবে। তবে তা হয়নি। ভারতের ইনিংস শেষ হয় ১৭৩ রানে। ২০ ওভারে আট উইকেট হারিয়ে এই রান করে ভারত। 

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারালেও চাপ, এশিয়া কাপ ফাইনালে কীভাবে পৌঁছতে পারে ভারত?

দারুণ বল করলেন মধুশঙ্কা
তিন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। চার ওভারে মাত্র ২৪ রান। ফলে বলাই যায় দারুণ বল করেছেন তরুণ এই ফাস্ট বোলার। তিন উইকেটের মধ্যে রয়েছে বিরাট কোহলি, ঋশভ পন্ত ও দীপক হুডার উইকেট। সঠিক জায়গায় বল করার পাশাপাশি শেষ অবধি ব্যাটসম্যানকে ফলো করেই সাফল্য পেলেন লঙ্কান বোলার। বিরাটের ক্ষেত্রে সোজা বল সেট না হয়েই মিড উইকেটের উপর দিয়ে চালাতে গিয়ে বোল্ড হন বিরাট। পন্ত আবার বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন। হুডাকে বোল্ড করেন মধুসানকা।  

আরও পড়ুন: বিধ্বংসী রোহিত, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৪১ বলে করলেন ৭২

Advertisement

ভাল ব্যাট করেন সূর্যকুমারও

রোহিতের সঙ্গে ৯৩ রানের পার্টনারশিপ গড়ে তোলার পাশাপাশি ২৯ বলে ৩৪ রান করেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্ত দুই জনেই ১৩ বলে ১৭ রান করে আউট হন। দীপক হুডা ৩ রান করে আউট হন। ৭ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন রবিচন্দ্রন অশ্বিন।  

 

POST A COMMENT
Advertisement