India vs West Indies: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজে দলে বদলের ভাবনা, সুযোগ পাবেন রিঙ্কু?

আবারও আইসিসি (ICC) ট্রফিতে হার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2023) ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারতে হয়েছে। এই হারের পর প্রায় এক মাসের বিরতি পেতে চলেছে ভারতীয় দল (Team India)। এবার জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতকে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। রিপোর্ট অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নিতে চাইবে। এই সফরে টি২০ দলে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং। 

Advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজে দলে বদলের ভাবনা, সুযোগ পাবেন রিঙ্কু? রিঙ্কু সিং

আবারও আইসিসি (ICC) ট্রফিতে হার। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship 2023) ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারতে হয়েছে। এই হারের পর প্রায় এক মাসের বিরতি পেতে চলেছে ভারতীয় দল (Team India)। এবার জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতকে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। রিপোর্ট অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নিতে চাইবে। এই সফরে টি২০ দলে সুযোগ পেতে পারেন রিঙ্কু সিং। 
 

রিঙ্কু সুযোগ পাবেন?
টি-টোয়েন্টি সিরিজের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।  আইপিএল 2023-এ দুর্দান্ত পারফরম্যান্স করা যশস্বী জয়সওয়াল এবং রিঙ্কু সিংকে টি-টোয়েন্টি দলে নির্বাচিত করা হতে পারে। উভয় খেলোয়াড়ই পুরো মরশুমে দারুণ ক্রিকেট খেলেছেন। চাপের পরিস্থিতিতেও দারুণভাবে নিজেদের দায়িত্ব সামলেছেন। জয়সওয়াল রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ ম্যাচে ১৬৩.৬১ স্ট্রাইক রেটে ৬২৫ রান করেছেন। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে। এ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রিঙ্কু। ১৪ ম্যাচে ৫৯.২৫ গড়ে ৪৭৪ রান করেছেন তিনি। পঞ্জাব কিংসের উইকেট-রক্ষক ব্যাটসম্যান জিতেশ শর্মা এবং ঋতুরাজ গায়কওয়াড়ও টি-টোয়েন্টি দলে জায়গা পেতে পারেন। 

আরও পড়ুন: এশিয়া কাপে পন্ত? টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন দুই তারকা

টেস্ট সিরিজে সুযোগ পেতে পারেন মুকেশ কুমার
যশস্বী জয়সওয়াল, মিডল অর্ডার ব্যাটসম্যান সরফরাজ খান এবং ফাস্ট বোলার মুকেশ কুমার টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে ঢুকতে পারেন। জয়সওয়াল এবং মুকেশ ডাব্লুটিসি ফাইনালে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে লন্ডনে গিয়েছিলেন। সরফরাজ খানের প্রথম শ্রেণীর রেকর্ড দুর্দান্ত। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৫০৫ রান রয়েছে তাঁর। তাঁর গড় ৭৯.৬৫। এর পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে নজর কাড়তে পারেন ইশান কিশান।

আরও পড়ুন: 'ফাইনালে খেলতে চেয়েছিলাম,' WTC নিয়ে বিস্ফোরক অশ্বিন
ওয়ানডে দলে খুব একটা পরিবর্তন হবে না!

ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ই থাকবেন। কারণ এই বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে শুভমান গিলের পাশাপাশি তৃতীয় ওপেনার হিসেবে জায়গা পেতে পারেন ইশান কিশান। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব (শ্রেয়াসের অনুপস্থিতিতে), হার্দিক পান্ডিয়ার মতো খেলোয়াড়রা অবশ্যই সেই দলে থাকবেন। 
 

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়ার সূচি
প্রথম ম্যাচ - ১২ থেকে ১৬ জুলাই, ডমিনিকা
দ্বিতীয় ম্যাচ - ২০ থেকে ২৪ জুলাই, পোর্ট অফ স্পেন
১ম ওডিআই - ২৭ জুলাই, ব্রিজটাউন
২য় ওডিআই - ২৯ জুলাই, ব্রিজটাউন
৩য় ওডিআই - ১ আগস্ট, পোর্ট অফ স্পেন

১ম টি২০ - ৩ আগস্ট, পোর্ট অফ স্পেন
২য় টি২০- ৬ আগস্ট, গায়ানা
৩য় টি২০ - ৮ আগস্ট, গায়ানা
৪র্থ টি২০ - ১২ আগস্ট, ফ্লোরিডা
৫ম টি২০ - ১৩ আগস্ট, ফ্লোরিডা

POST A COMMENT
Advertisement