scorecardresearch
 

India vs Australia 1st ODI How To Watch Live: ওয়াংখেড়েতে আজ ভারত VS অস্ট্রেলিয়া ম্যাচ, কখন-কোথায় LIVE দেখবেন?

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এবার একদিনের ম্যাচে মুম্বইতে অস্ট্রেলিয়ার (India vs Australia) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (Team India)। শুক্রবার প্রথম একদিনের ম্যাচে খেলতে নামছে তারা। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। 

Advertisement
ভারতীয় দল ভারতীয় দল
হাইলাইটস
  • প্রথম একদিনের ম্যাচ শুক্রবার
  • মুম্বইয়ে মুখোমুখি হবে দুই দল

India vs Australia 1st ODI How to Watch Match Live: টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এবার একদিনের ম্যাচে মুম্বইতে অস্ট্রেলিয়ার (India vs Australia) মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (Team India)। শুক্রবার প্রথম একদিনের ম্যাচে খেলতে নামছে তারা। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। 

প্রথম ম্যাচে দলে নেই রোহিত
প্রথম ম্যাচে দলে নেই ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। দলে নেই অজি অধিনায়ক প্যাট কামিন্সও (Pat Cummins)। তাঁদের ছাড়াই খেলতে নামছে দুই দল। চতুর্থ টেস্টের আগেই মাকে হারিয়েছেন কামিন্স। শোকে বিদ্ধস্ত অজি অধিনায়ক এখনও দেশ ছেড়ে ভারতে আসতে পারেননি। তাই দলের অধিনায়কত্ব সামলাবেন স্টিভ স্মিথ (Steve Smith)। তৃতীয় টেস্টে অধিনায়কের দায়িত্ব পেয়ে অস্ট্রেলিয়াকে জেতান স্মিথ। যদিও শেষ টেস্ট ড্র হওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারতীয় দল। সামনেই আইপিএল (IPL), তারপরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final) ম্যাচ রয়েছে। বছরের শেষে ভারতেই অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023)। ফলে অধিনায়ককে ফিট রাখতে প্রথম একদিনের ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

আরও পড়ুন: পন্তের পরিবর্ত কে? নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস

কখন শুরু ম্যাচ, কী ভাবে দেখবেন
দিন-রাতের এই একদিনের ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটের সময়। দুপুর দেড়টা থেকে শুরু হবে এই ম্যাচের কভারেজ। টস হবে দুপুর দুটোয়। স্টার স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখতে হলে, ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন নিতে হবে। ডিডি স্পোর্টসেও বিনামূল্যে দেখা যাবে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম একদিনের ম্যাচ। 

আরও পড়ুন: বাদ পড়তে পারেন IPL থেকে, KKR ক্যাপ্টেনকে নিয়ে চিন্তায় সমর্থকরা

Advertisement

উইকেট কেম হতে পারে

ওয়াংখেড়ের পিচে ব্যাটাররা সবসময়ই সাহায্য পেয়ে থাকেন। প্রথম একদিনের ম্যাচেও তার ব্যাতিক্রম হবে না বলেই ধরে নেওয়া যায়। যদিও লাল মাটির পিচ হওয়ায়  এই উইকেটে যথেষ্ট বাউন্স থাকে। ফলে সুবিধা পেতে পারেন পেস বোলাররাও। ভারতীয় দল নিঃসন্দেহে এই ম্যাচে মিস করবে জসপ্রীত বুমরাকে। পিঠের চোট কাটিয়ে এখনও দলে ফিরতে পারেননি তিনি।  

 

Advertisement