৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) টেস্ট সিরিজ। ভারতীয় স্পিন আক্রমণে অজি দল আতঙ্কে থাকলেও ব্যাটিং টিম ইন্ডিয়ার (Team India) জন্য চিন্তার বিষয়। অন্যদিকে ওপেনিং জুটি নিয়ে ভারতীয় শিবিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত শুধু কেএল রাহুলই রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেনিং করছেন। কিন্তু গত কয়েক ম্যাচে শুভমান গিল (Subhman Gill) দারুণ কিছু ইনিংস খেলে কেএল রাহুলের (KL Rahul) লড়াইকে কঠিন করে দিয়েছেন।
কাকে দিয়ে ওপেনিং করাবেন রোহিত শর্মা?
টিম ইন্ডিয়াকে নাগপুরে প্রথম টেস্ট ম্যাচ খেলতে হবে। ভারতীয় দলের সামনে চ্যালেঞ্জ হল শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখা এবং অজি দলকে সুযোগ না দেওয়া। এমন অবস্থায় নাগপুরে কোন ওপেনিং জুটিকে দেখা যাবে, তা নিয়েই সংশয়। টিম ইন্ডিয়া রোহিত শর্মার পাশাপাশি শুভমান গিলকে নিয়েও এগিয়ে যেতে পারে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরে আবেগঘন জাদেজা, বললেন...
কারণ আন্তর্জাতিক ক্রিকেটে কেএল রাহুলের শেষ ১০ ম্যাচে ১২ ইনিংসে ৩১৮ রান করেছেন। তাঁর গড় ২৮.৯০। যার মধ্যে তাঁর ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। কিন্তু অন্যদিকে, গিলও অনেক রান করেছেন। এ বছর এখন পর্যন্ত ১২টি আন্তর্জাতিক ইনিংসে সর্বোচ্চ ৭৬৯ রান করেছেন। গিলের গড় ৭৬.৯০। এ সময়ে তিনি একটি ডাবল সেঞ্চুরিসহ ৪টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন।
গিল ও রাহুলের জন্য সুযোগ
শুভমান গিল ২০২৩ সালে দারুণ শুরু করেছিলেন। রানের পাহাড় গড়েছিলেন গিল। এই কারণেই টিম ম্যানেজমেন্টের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ ওপেন করতে নেমে তিনি যে রান করছেন, সেখানে যদি তাঁকে খেলানো না হয় তবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। কেএল রাহুল ও গিল দুই জনেই তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুন: 'আয়েশাদি-শিখরদার ডিভোর্সের খবরে কেঁদে ফেলেছিলাম,' বলছেন হাসিন
টিম ম্যানেজমেন্ট যদি শুভমান গিলকে রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধার সিদ্ধান্ত নেয়, তাহলে মিডল অর্ডারে খেলতে পারেন কেএল রাহুল। ওয়ানডেতেও, কেএল রাহুল মিডল অর্ডারে ব্যাটিং করেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব
ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ার ভারত সফর (টেস্ট সিরিজের সময়সূচী):
প্রথম টেস্ট - ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি, নাগপুর
দ্বিতীয় টেস্ট - ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি, দিল্লি
তৃতীয় টেস্ট - ১ থেকে ৫ মার্চ, ধর্মশালা
চতুর্থ টেস্ট - ৯ থেকে ১৩ মার্চ, আহমেদাবাদ