scorecardresearch
 

India vs Australia: অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরে আবেগঘন জাদেজা, বললেন...

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravibdra Jadeja)। টেস্ট সিরিজের আগে ফিরে আসার কাহিনী বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতের অল রাউন্ডার। 

Advertisement
রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা
হাইলাইটস
  • আবেগঘন বক্তব্য জাদেজার
  • দলে ফিরছেন জাদেজা

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতীয় দলে ফিরতে চলেছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravibdra Jadeja)। টেস্ট সিরিজের আগে ফিরে আসার কাহিনী বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতের অল রাউন্ডার। 

২০২২ সালের টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে এশিয়া কাপ (Asia Cup) চলাকালীন হাঁটুর চোটের জন্য বাদ পড়তে হয়েছিল ভারতের অলরাউন্ডারকে। ফলে, প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। চোট সারিয়ে এবার অস্ট্রেলিয়া সিরিজে ফিরতে চলেছেন তারকা অলরাউন্ডার। স্বাভাবিক ভাবেই, গত ছয় মাস ভারতীয় দলে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হওয়া জাদেজা তাই এ ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। 

আরও পড়ুন: IPL-এ দিল্লির অধিনায়ক ওয়ার্নার, পন্তের বদলে বাংলার ক্রিকেটার?

জাদেজা বলেন, 'আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আরও একবার সুযোগ পাওয়ার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছি এই ছয় মাসে। এই কয়েকমাস ক্রিকেট খেলতে না পারাটা সত্যি কঠিন ছিল। আমি তাই ফিট হওয়ার জন্য মুখিয়ে ছিলাম।' টেলিভিশনে টি২০ বিশ্বকাপ দেখতে হয়েছিল তাঁকে। এটাও বিরাট যন্ত্রণার বলে মত জাদেজার। তিনি বলেন, 'আমাকে সিদ্ধান্ত নিতে হত, টি২০ বিশ্বকাপের আগে না পরে, কবে অস্ত্রোপচার করাবো? টি২০ বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা ছিল না। সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছিলাম বিশ্বকাপের আগেই অস্ত্রোপচার করিয়ে নেব। টি২০ বিশ্বকাপের ফাইনাল টেলিভিশনে দেখতে হয়েছিল। তখন ভাবছিলাম, আরে আমার তো খেলার কথা ছিল। সেই সময় খুব কষ্ট পেয়েছিলাম।'

  
আরও পড়ুন: 'আয়েশাদি-শিখরদার ডিভোর্সের খবরে কেঁদে ফেলেছিলাম,' বলছেন হাসিন 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: 
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ভারত সফর (টেস্ট সিরিজের সময়সূচী):
প্রথম টেস্ট - ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি, নাগপুর
দ্বিতীয় টেস্ট - ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি, দিল্লি
তৃতীয় টেস্ট - ১ থেকে ৫ মার্চ, ধর্মশালা
চতুর্থ টেস্ট - ৯ থেকে ১৩ মার্চ, আহমেদাবাদ

Advertisement