scorecardresearch
 

India Vs Australia 3rd ODI LIVE Updates: ২৮৬ রানে শেষ ভারতের ইনিংস, হেরেই বিশ্বকাপে যাচ্ছেন রোহিতরা

প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে দলে ফিরছেন রোহিত শর্মা। খেলবেন বিরাট কোহলিও। ফলে দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 

Advertisement
চার উইকেট হারাল ভারত চার উইকেট হারাল ভারত

প্রথম দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে দলে ফিরছেন রোহিত শর্মা। খেলবেন বিরাট কোহলিও। ফলে দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 

ম্যাচ জেতার জন্য ভারতের কাছে ৩৫৩ রানের টার্গেট ছিল, কিন্তু মাত্র ২৮৬ রান করে সব উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ছাড়াও বিরাট কোহলি খেলেছেন ৫৬ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৮০ রানে ৪ উইকেট নেন।

প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে (২ বা তার বেশি ম্যাচের) ক্লিন সুইপ করার স্বপ্নও ভেঙে গেছে ভারতীয় দলের। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারতীয় দল।

৭ উইকেট হারাল ভারত

আউট হলেন কুলদীপও। ২৫৭ রানে ৭ উইকেট হারাল ভারত

আউট শ্রেয়াস

৪ উইকেট নিয়ে নিলেন ম্যাক্সওয়েল। ২৪৯ রানে ৬ উইকেট হারাল ভারত।

১৫ ওভারে দরকার 

৩ উইকেট হারিয়ে ২২২ রান ভারতের। ১৩০ রান করতে হবে ভারতকে।

আউট রোহিত

নিজের বলেই দারুণ ক্যাচ ম্যাক্সওয়েলের। ৮১ করে আউট রোহিত, ১৪৪ রানে ২ উইকেট হারাল ভারত।

১০০ ভারতের

১ উইকেট হারিয়ে ১০০ করে ফেলল ভারত। ১৬ ওভারে ১০২ রান টিম ইন্ডিয়ার। উইকেটে বিরাট-রোহিত জুটি।

আউট ওয়াশিংটন

প্রথম উইকেট হারাল ভারত। বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট ওপেনার। ৭৮ রানে প্রথম উইকেট হারাল ভারত

হাফ সেঞ্চুরি রোহিতের

রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করে ফেললেন। ভারতকে ভরসা দিচ্ছেন ক্যাপ্টেন।

রোহিতের সঙ্গে ওপেনে ওয়াশিংটন সুন্দর

Advertisement

দলে নেই ইশান কিশান, গিল। ওয়াশিংটনের সঙ্গে ওপেন করতে নামলেন রোহিত।

৩৫৩ রানের লক্ষ্য

ম্যাচে অস্ট্রেলিয়া দল ৭ উইকেটে ৩৫২ রান করে। সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন ওপেনার মিচেল মার্শ। তার পর স্টিভ স্মিথ ৭৪ ও মারনাস লাবুসচেন ৭২ রান করেন। ডেভিড ওয়ার্নার খেলেছেন ৫৬ রানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জসপ্রীত বুমরা। স্পিনার কুলদীপ যাদব পেয়েছেন ২টি উইকেট। এখন ভারতীয় দলের কাছে ৩৫৩ রানের লক্ষ্য।
 

৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া

২৯৯ রানে  ৬ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ষষ্ঠ ধাক্কা দিলেন তারকা স্পিনার কুলদীপ যাদব। তিনি ক্যামেরন গ্রিনকে আউট করেন।
 

৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া

২৮১ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া। পঞ্চম ধাক্কা দিলেন বুমরা। গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করেন তিনি।
 

আউট ক্যারি

২৬৭ রানের মাথায় অস্ট্রেলিয়াকে চতুর্থ বড় ধাক্কা দিল ভারতীয় দল। জাসপ্রীত বুমরার বলে ক্যাচ আউট হন অ্যালেক্স ক্যারি। দুর্দান্ত ক্যাচ নেন কোহলি। মাত্র ১১ রান করে ফেরেন ক্যারি।
 

ফের উইকেট হারাল অস্ট্রেলিয়া

২৪২ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া, ৭৪ রান করে আউট স্মিথ। উইকেট নিলেন সিরাজ।

আউট মার্শ

মার্শ আউট হলেন ৯৬ রানে। ২১৫ রানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া। উইকেট কুলদীপের।

২০ ওভার শেষ

অস্ট্রেলিয়া ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৬ রান করেছে। স্মিথ ৩৬ রানে আর মার্শ খেলছেন ৫৩ রানে।

উইকেট পেল ভারত

৮০ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। আউট হলেন ওয়ার্নার। উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। 

৫০ করে ফেলল অস্ট্রেলিয়া

দারুণ শুরু অজিদের। ৭ ওভারে বিনা উইকেটে ৬৫ রান অস্ট্রেলিয়ার।

দারুণ শুরু অজিদের

৩ ওভারে ২১ রান করে ফেলেছে অস্ট্রেলিয়া। একটাও উইকেট হারায়নি তারা। 

দলে যারা?

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ।
 

টসে জিতল অস্ট্রেলিয়া

টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া।

Advertisement