লাগাতার খারাপ পারফর্ম্যান্সের জেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) তৃতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়লেন ভারতের ওপেনার কেএল রাহুল (KL Rahul)। তাঁর জায়গায় দলে এসেছেন শুভমন গিল। তৃতীয় টেস্টে জিততে পারলেই ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল। পাশপাশি আবারও বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে যাবে টিম ইন্ডিয়া (Team India)।
প্রথম দুই টেস্টে দারুণভাবে ভারত জিতলেও ভাল খেলতে পারেননি রাহুল (KL Rahul)। তবে শুধু এই টেস্ট নয়, ধারাবাহিকভাবেই ওপেনার হিসেবে ব্যর্থ হচ্ছিলেন ভারতের প্রাক্তন সহ-অধিনায়ক। সেই জন্যই শেষ দুই টেস্টে তাঁকে সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তখন থেকেই মনে হচ্ছিল, ইন্দোর টেস্টে বাদ পড়তে পারেন ভারতীয় দলের ওপেনার।
আরও পড়ুন: DRS-এ অনীহা স্মিথের, প্রথম ওভারেই দু'বার বাঁচলেন রোহিত, VIDEO
এখনও অবধি ৪৬টি টেস্ট খেলে ফেলেছেন রাহুল। তবুও ধারাবাহিকতা দেখা যায়নি তাঁর ব্যাট থেকে। তাঁর গড় ৩৪.০৭। অন্যদিকে ফর্মে থাকলেও বাদ পড়তে হয়েছে ভারতের আরেক ওপেনার শুভমন গিলকে (Subhman Gill)। গিলের জায়গায় রাহুলের দলে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা (Team India Fans)। দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করতে না পারলে বাকি দুই টেস্ট থেকে বাদ পড়তে হতে পারে ভারতের এই ওপেনারকে। সেই আশঙ্কাই সত্যি হল। বাদ পড়তে হল রাহুলকে। শেষ টেস্টে তিনি ফেরত আসেন কিনা সেটাই এখন দেখার। যদিও গিল সুযোগ পেলেও প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন। ১৮ বলে ২১ রান করে আউট হন গিল। ইন্দোরে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ছে ভারতীয় দল। ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছে ভারত।
আরও পড়ুন: রাহুলের লাগাতার খারাপ পারফরম্যান্স, সৌরভ বললেন...
ভারতের দল: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এস. ভারত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়ার দল: ট্র্যাভিস হেড, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টি. মারফি, নাথান লিয়ন, এম. কুনহানেম্যান