তৃতীয় টেস্টের (India vs Australia) প্রথম বলেই আউট হয়ে যেতে পারতেন রোহিত শর্মা (Rohit Sharma)। একবার নয়, দুইবার। তবে রিভিউ না নেওয়ায় উইকেট পেল না অস্ট্রেলিয়া (Australia)। একবার নয়, মিশেল স্ট্রার্কের প্রথম ওভারে দুইবার আউট হতে পারতেন ভারতের দুই ওপেনার। ইন্দোরে প্রথম ওভারে দারুণ বোলিং করেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিশেল স্ট্রার্ক (Mitchell Starc)। প্রথম বলেই উইকেট পেয়ে যেতে পারতেন তিনি। তাঁর বল ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের কাছে চলে যায়।
অজি ক্রিকেটাররা আপিল করলেও আউট দেননি আম্পায়ার। রিভিউ নেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। যদিও রিভিউ নেওয়ার পরামর্শ দিতে থাকেন স্ট্রার্করা। যদিও তাতে কান দেননি স্মিথ। পরে রিপ্লেতে দেখা যায়, বল রোহিতের ব্যাটে লেগেই উইকেট কিপার অ্যালেক্স কেরির হাতে যায়। যদিও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি রোহিত। ষষ্ঠ ওভারের শেষ বলে ২৭ রানের মাথায় আউট হন ভারতীয় দলের অধিনায়ক। অজি স্পিনার কুনহানেম্যানের বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্প হন ভারত অধিনায়ক।
ওভারের চতুর্থ বলেও আউট হননি রোহিত শর্মা। সেই সময় তিনি আবার লেগ বিফোর হতে পারতেন। স্টার্কের বল স্যুইং করে ব্যাটে না লেগে সোজা প্যাডে এসে লাগে। বলটা সোজাসুজি অফ উইকেটে লাগছিল। আপিলও করেছিলেন অজি ক্রিকেটাররা। তবে আউট দেননি আম্পায়ার। ওপরের দিকে চলে যেতে পারে এমনটা ভেবে রিভিউও নেননি স্টিভ স্মিথরা। পরে তাঁরা দেখেন সত্যি আউট ছিলেন রোহিত।
আরও পড়ুন: জল্পনাই সত্যি! তৃতীয় টেস্টে বাদ কেএল রাহুল, পরিবর্তে কে?
কামিন্সের জায়গায় অধিনায়কত্ব করছেন স্মিথ
প্যাট কামিন্সকে পারিবারিক কারণে দেশে ফিরে যেতে হওয়ায় অধিনায়কত্ব করছেন স্টিভ স্মিথ। এর আগেও অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব সামলেছেন এই অজি তারকা। প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলতে পারত ভারতীয় দল। যদিও তাতে বিশেষ অসুবিধা হয়নি। অস্ট্রেলিয়ার। দুই স্পিনার কুনহানেম্যান ও নাথান লায়নের দাপটে ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: LIVE: ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ইন্দোরে চাপে ভারত, আউট পূজারাও
ভারতের দল: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এস. ভারত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়ার দল: ট্র্যাভিস হেড, উসমান খ্বজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টি. মারফি, নাথান লিয়ন, এম. কুনহানেম্যান