India vs Australia: 'অসহায়' অজিরা, তৃতীয় টেস্টের আগে দেশে ফিরছেন আরও এক তারকা

চার ম্যাচের টেস্ট সিরিজ (India vs Australia) খেলতে এসে আরও সমস্যায় অস্ট্রেলিয়া (Australia)। একে প্রথম দুই টেস্ট হারের ধাক্কা, তার ওপর আবার একাধিক ক্রিকেটারের দেশে ফিরে যাওয়া। সব মিলিয়ে বেশ চাপে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। এর মাঝেই ঘরোয়া ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন আরও এক ক্রিকেটার। দেশে ফিরছেন অ্যাশটন অ্যাগার (Ashton Agar)। পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে।

Advertisement
'অসহায়' অজিরা, তৃতীয় টেস্টের আগে দেশে ফিরছেন আরও এক তারকাঅস্ট্রেলিয়া দল
হাইলাইটস
  • আরও বড় সমস্যায় অস্ট্রেলিয়া
  • সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে অস্ট্রেলিয়া

চার ম্যাচের টেস্ট সিরিজ (India vs Australia) খেলতে এসে আরও সমস্যায় অস্ট্রেলিয়া (Australia)। একে প্রথম দুই টেস্ট হারের ধাক্কা, তার ওপর আবার একাধিক ক্রিকেটারের দেশে ফিরে যাওয়া। সব মিলিয়ে বেশ চাপে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। এর মাঝেই ঘরোয়া ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন আরও এক ক্রিকেটার। দেশে ফিরছেন অ্যাশটন অ্যাগার (Ashton Agar)। পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যাবে।

এর আগেও চার অজি তারকাকে দেশে ফিরে যেতে হয়েছে। সন্তানের জন্মের জন্য অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন মিচেল সোয়েপসন (Mitchell Swepson)। পরিবারের কোনও সদস্য গুরুতর অসুস্থ হওয়ায় দেশে ফিরে গিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্সও। যদিও জানান হয়েছে, ইন্দোরে তৃতীয় টেস্ট শুরুর আগে তিনি ফিরে আসবেন। চোটের জন্য অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood) ও ডেভিড ওয়ার্নার (David Warner)। এবার দেশে ফিরছেন অ্যাগারও। তবে তার জায়গায় কে আসবেন তা এখনও বলা হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। 

অ্যাশটন অ্যাগার
অ্যাশটন অ্যাগার

আরও পড়ুন: Out সঞ্জু-In উনাদকট, BCCI-র সিদ্ধান্তে কীসের ইঙ্গিত?

নাথান লায়নের পাশাপাশি অ্যাগারকেও ভারতে নিয়ে এসেছিল অস্ট্রেলিয়া। যদিও সুযোগ পাননি তিনি। দিল্লি টেস্টে লায়ন, টড মারফি, ম্যাট কুনেম্যান এই তিন স্পিনার খেলিয়েছিল অস্ট্রেলিয়া। দেশে ফিরে গিয়ে অ্যাগার শেফিল্ড শিল্ড ও মার্শ কাপ খেলবেন তিনি। অজি দলের সঙ্গে রয়েছেন নির্বাচক টনি ডডারমেড। তিনিই জানিয়েছেন, অ্যাগারের থেকে অস্ট্রেলিয়া দল যা চেয়েছিল তা এই মুহূর্তে দিতে পারবেন না তিনি। সেই জন্যই দেশে ফিরছেন অ্যাগার। তবে ঠিক হয়েছে একদিনের সিরিজের আগেই ভারতে ফিরবেন অজি অফস্পিনার। 

আরও পড়ুন: IPL-এর উদ্বোধনে গাইবেন অরিজিত্‍? মেগা ইভেন্টের তোড়জোড় শুরু

মঙ্গলবার টিম হোটেলে নির্বাচক টনির সঙ্গে কথা বলেছিলেন অ্যাগার। সেই সময়ই ঠিক হয়, অ্যাগারকে দেশে ফেরানো হবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে তৈরি রাখতে চাইছে অজি টিম ম্যানেজমেন্ট। কারণ, এই বছরেই ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। সেই কারণে তাঁকে এই একদিনের সিরিজে দেখে নিতে চাইছে অস্ট্রেলিয়া দল।    

Advertisement

POST A COMMENT
Advertisement