scorecardresearch
 

India vs Australia 2nd T20I: ফিরতে পারেন বুমরা-পন্ত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্ভাব্য ভারতীয় দল

তিন ম্যাচের সিরিজে মোহালিতে প্রথম টি২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। ২০৮ রান করেও হারতে হয় টিম ইন্ডিয়াকে। চার উইকেটে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • দ্বিতীয় টি২০ ম্যাচে জিততেই হবে ভারতকে
  • দলে আসতে পারেন বুমরা

দ্বিতীয় টি২০ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (Team India)। নাগপুরের এই ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে। কারণ তিন ম্যাচের সিরিজে মোহালিতে প্রথম টি২০ ম্যাচে হেরে গিয়েছে ভারত। ২০৮ রান করেও হারতে হয় টিম ইন্ডিয়াকে। চার উইকেটে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। 
দলে আসতে পারেন পন্ত 

দ্বিতীয় ম্যাচে দলে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রায় নেই। তবে দীনেশ কার্তিকের জায়গায় ঋষভ পন্তকে (Rishabh Pant) খেলানো হতে পারে। যদিও প্রথম ম্যাচে কার্তিক উইকেটরক্ষক হিসেবে দলে ছিলেন। টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) আগে সেরা দল বাছাই করে নেওয়ার এটাই সেরা সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন: ট্রেনিংয়ের জন্য যুবরাজের বাবার শরণে সচিন-পুত্র অর্জুন, ব্যাপক ঘাম ঝরালেন, PHOTOS

বুমরার ফিটনেস

ভারতের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হল ফাস্ট বোলার জাসপ্রীত বুমরার ফিটনেস। ২৮ বছর বয়সী বুমরা, ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। চোটের কারণে এশিয়া কাপে খেলতে দেখা যায়নি তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ফিরে এলেও, প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই খেলতে নেমেছিল ভারতীয় দল। রোহিত অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে, তারকা ফাস্ট বোলার দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দেখা যাবে। 

আরও পড়ুন: বৃষ্টিতে ভাসতে পারে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ? নাগপুরের আবহাওয়ার পূর্বাভাস
অস্ট্রেলিয়ার মিডল অর্ডার নিয়ে সমস্যা 

অন্যদিকে, অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে খেলতে নামবে। বিশ্রামে থাকা ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে ক্যামেরন গ্রিন দারুণ ব্যাট করেন। তবে স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং জশ ইঙ্গলিসের সমন্বয়ে গঠিত মিডল অর্ডার নিয়ে অজিদের দুশ্চিন্তায় রয়ে গিয়েছে। কারণ প্রথম ম্যাচে দুই ব্যাটারই ব্যর্থ হন।

Advertisement

আরও পড়ুন: ভারত VS অস্ট্রেলিয়ার টিকিট নিয়ে মারপিট-অশান্তি, পুলিশের মারে আহত ২০

সম্ভাব্য একাদশ:

ভারত: রোহিত শর্মা (C), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরা, যুজবেন্দ্র চাহাল।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।


 

Advertisement