India vs Australia: 'তুমি কি আমার চাকরি খাবে?' সতীর্থকে বলে VIRAL সিরিজ সেরা অশ্বিন

চতুর্থ টেস্টের শেষদিনে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে বল হাতে দেখা যায় চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara) ও শুভমন গিলকে (Subhman Gill)। আর তা নিয়েই এবার মজা করলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

Advertisement
'তুমি কি আমার চাকরি খাবে?' সতীর্থকে বলে VIRAL সিরিজ সেরা অশ্বিনরবিচন্দ্রন অশ্বিন
হাইলাইটস
  • পূজারার সঙ্গে মজা করলেন অশ্বিন
  • ভাইরাল অশ্বিনের ট্যুইট

চতুর্থ টেস্টের শেষদিনে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে বল হাতে দেখা যায় চেতেশ্বর পূজারা (Cheteswar Pujara) ও শুভমন গিলকে (Subhman Gill)। আর তা নিয়েই এবার মজা করলেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ট্যুইটে অশ্বিন লেখেন, 'আমি এবার কী করব? বল করা ছেড়ে দেব?' এই টেস্টে ভারতীয় দল প্রথম ইনিংসে ৪৮০ রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে। ছয় উইকেট একাই তুলে নেন আশ্বিন। ম্যাচের শেষদিন অস্ট্রেলিয়ার নাইট ওয়াচম্যান ম্যাথু কুনম্যানকেও আউট করেন অশ্বিন। তবুও তিনি বলছেন এমন কথা?


পাল্টা ধন্যবাদ জানালেন পূজারাও
ম্যাচ শেষ হওয়ার পর, দুই ক্রিকেটারের কথোপকথন শুরু হয় ট্যুইটারে। নাগপুর টেস্টে কঠিন উইকেটে আশ্বিন তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। সেই জন্যই পাল্টা ট্যুইট করে অশ্বিনকে ধন্যবাদ জানান পূজারা। তিনি লেখেন, 'আমি তো আসলে তোমাকে ধন্যবাদ জানাতে বল করেছিলাম। নাগপুর টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নামার জন্যই ধন্যবাদ দিতে চেয়েছিলাম।' পাল্টা জবাব দেন অশ্বিনও। তিনি লেখেন, 'তোমার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি। কিন্তু এটা কেমন প্রতিদান?' এই ট্যুইটের পর দুটি স্মাইলিও শেয়ার করেছেন অশ্বিন।   


গিল ও পূজারাকে দিয়ে বল করান রোহিত
আসলে শেষ টেস্ট ম্যাচের শেষদিনে ম্যাচের ফল বোঝা গিয়েছিল। ড্র-এর দিকেই যাচ্ছিল এই টেস্ট। সেই জন্যই পূজারা ও শুভমন গিলের মতো ব্যাটারের হাতেও বল তুলে দেন রোহিত শর্মা। বর্ডার-গাভাস্কার ট্রফিতে মোট ২৫টি উইকেট নিয়েছেন অশ্বিন। বর্ডার-গাভাস্কার ট্রফিতে সিরিজ সেরা হয়েছেন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

 আরও পড়ুন: শেষ বলে কেল্লাফতে! রূদ্ধশ্বাস জয় নিউজিল্যান্ডের, WTC ফাইনালে ভারত

গোটা সিরিজেই ব্যাট হাতেও দারুণ পারফর্ম করেন ভারতের দুই তারকাই। ব্যাটাররা যখন স্পিনিং ট্র্যাকে ব্যর্থ হন তখনই দলের হাল ধরেন দুই অলরাউন্ডার। তার জেরেই দারুণ এই পুরস্কার পেলেন ভারতের দুই ক্রিকেটার। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। ৩৬৪ বলে ১৮৬ রানের দারুণ ইনিংস খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৪৮০ রানের বড় লক্ষ্য পেরিয়ে ভারতীয় দল ১০ উইকেটে ৫৭১ রান করে। টিম ইন্ডিয়া এগিয়ে যায় ৯১ রানে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৫ রান করে অস্ট্রেলিয়া। এরপরেই ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

বল করেন শুভমন গিলও
বল করেন শুভমন গিলও

 

আরও পড়ুন: বিরাট কি অসুস্থ? খোলসা করলেন অক্ষর, জানালেন...

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
 মাত্র দুই উইকেটে জিতে ভারতের (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার করে দিল নিউজিল্যান্ড (New Zealand)। এই নিউজিল্যান্ডের কাছে হেরেই এর আগের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারতে হয়েছিল ভারতকে।  তাদের কল্যাণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল ভারতীয় দল।    

POST A COMMENT
Advertisement