scorecardresearch
 

India Vs Bnagladesh 1st Test: ১৮৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে চট্টগ্রাম টেস্টে জয় ভারতের

India Vs Bnagladesh 1st Test: ১৮৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে প্রথম টেস্টে জয় ভারতের। এই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

Advertisement
১৮৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে প্রথম টেস্টে জয় ভারতের ১৮৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে প্রথম টেস্টে জয় ভারতের
হাইলাইটস
  • ১৮৮ রানের বড় ব্যবধানে ভারতের
  • বাংলাদেশকে হারিয়ে প্রথম টেস্টে জয়
  • চট্টগ্রাম টেস্টে জিতে ১-০ তে এগিয়ে গেল ভারত

প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটের পর বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল। দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি পার্টনারশিপ ভারতকে বেগ দিচ্ছিল। চট্টগ্রামে প্রথম টেস্টে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ানোর প্রবল চেষ্টা করেছিল নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেনরা। যদিও প্রথম উইকেট পতন হতেই চেনা ছবি। জিততে হলে দ্বিতীয় ইনিংসে তুলতে হত ৫১৩ রানের বড় স্কোর। শেষেমেষ ১৮৮ রানের বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। ঘরের মাঠে হার বাঁচাতে চতুর্থদিন প্রাণপণ লড়ছে বাংলাদেশ। উইকেট ধরে রেখে রান তোলা, এই প্রচেষ্টায় সেঞ্চুরিও এসেছে।

শনিবার খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের দিকেই পাল্লা ভারী ছিল। ভারতের লাগত চারটি উইকেট। বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪১ রান। যা এদিন খেলা শুরুর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যায়। আরও ৫১ রান তুলতেই হারিয়ে ফেলে বাকি উইকেট।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ভারতকে কড়া টক্কর দিলেন বাংলাদেশের ব্যাটাররা। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেট খুইয়ে ৪২ রান তুলেছিল বাংলাদেশ। ভারতীয় বোলারদের বিক্রম দেখে মনে হচ্ছিল, চট্টগ্রামে প্রথম টেস্ট গুটিয়ে যাবে চতুর্থ দিনেই। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিলেন বাংলাদেশের দুই ওপেনার। ভারতীয় বোলাররা সারাদিনে নিলেন মাত্র ছয়টি উইকেট। কুলদীপ যাদব, মহম্মদ সিরাজদের সামনে বুক চিতিয়ে লড়াই শান্তদের। প্রথম সেশনে উইকেট পেলেন না অশ্বিনরা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় বাংলাদেশকে টেনে তুলতে অভিষেক টেস্টে শতরান এল জাকির হোসেনের ব্যাটে। ২২৪ বলে শতরান করেই রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন তিনি। তার আগেই নাজমুল হোসেন শান্তকে (৬৭) রানে ফেরান উমেশ যাদব। এই দুইয়ের জুটিতে ওঠে ১২৪ রান।

ওপেনারদ্বয় আউট হতেই বাংলাদেশের প্রতিরোধ ভাঙে। দ্বিতীয় সেশনে তিনটি উইকেট নেওয়ার পর অন্তিম সেশনে আরও তিনটি উইকেট নেন অক্ষর প্যাটেল। বলা যায়, দিনের শেষে ভারতকে ম্যাচে ফেরালেন অক্ষর। ৫০ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। বাকি তিনটি উইকেট ভাগ করে নিয়েছেন উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। দিনের শেষে উইকেটে টিকে রয়েছেন সাকিব আল হাসান। সুযোগ পেলেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা গিয়েছে সাকিবকে। কুলদীপ এবং অক্ষরের বলে ছক্কা হাঁকালেন। ৯ রানে ক্রিজে রয়েছেন মেহদি হাসান মিরাজ। ভারত প্রথম ইনিংসে ৪০৪ এবং দ্বিতীয় ইনিংসে ২৫৮ রান তুলেছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ১৫০ রান।

Advertisement

ভারত প্রথম ইনিংস-৪০৪
বাংলাদেশ প্রথম ইনিংস- ১৫০
ভারত দ্বিতীয় ইনিংস- ২৫৮/২
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ৩২৪

 

Advertisement