scorecardresearch
 

India vs England, 5th Test: ৭৭ ওভারে ৩৭৮ রান! কার্যত ওয়ান ডে মেজাজে ভারতকে হারাল ইংল্যান্ড

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা মাত্র ৭৭ ওভারে পেরিয়ে গিয়েছে। ইংল্যান্ড ওভার প্রতি ৪.৯৩ রেটে রান করেছে। অর্থাৎ হিসেব করলে দেখা যায়, ইংল্যান্ড ওয়ানডের মত ব্যাট করে ৩৭৮ রান তাড়া করেছিল। ইংল্যান্ডের পক্ষে জো রুট ১৪২ ও জনি বেয়ারস্টো ১১২ রান করেন। 

Advertisement
ইংরেজ ব্যাটারদের দাপট ইংরেজ ব্যাটারদের দাপট
হাইলাইটস
  • পাঁচ টেস্টের সিরিজ ২-২ ড্র হয়
  • এজবাস্টন টেস্টে ৭ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড

বার্মিংহামের এজবাস্টন মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে হেরেছে ভারত। এর ফলে গত বছর শুরু হওয়া পাঁচ টেস্টের সিরিজ শেষ হয়েছে এবং ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের রেকর্ড মিস করেছে। এখানে দুর্দান্ত জয় নিয়ে সিরিজে ২-২ সমতা করেছে ইংল্যান্ড।  

৩৭৮ রানের টার্গেট পেয়ে ইংল্যান্ড ইতিহাস সৃষ্টি করেছে। কারণ টেস্ট ক্রিকেটে এমন কখনও ঘটেনি যখন ভারত একটি দলকে ৩৫০ এর বেশি লক্ষ্য দিয়েছে এবং তারপরে ম্যাচ হেরেছে।  

মাত্র ৭৭ ওভারে ৩৭৮ রান 
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা মাত্র ৭৭ ওভারে পেরিয়ে গিয়েছে। ইংল্যান্ড ওভার প্রতি ৪.৯৩ রেটে রান করেছে। অর্থাৎ হিসেব করলে দেখা যায়, ইংল্যান্ড ওয়ানডের মত ব্যাট করে ৩৭৮ রান তাড়া করেছিল। ইংল্যান্ডের পক্ষে জো রুট ১৪২ ও জনি বেয়ারস্টো ১১২ রান করেন। 

ভারতের পাঁচ বোলারই প্রচুর রান দিয়ে ফেলেন। মহম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫ ওভারে ৯৮ রান দিয়েছিলেন। কোনো উইকেটও পাননি তিনি। শার্দুল ঠাকুরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। যিনি ১১ ওভারে ৬৫ রান দিয়েছেন, রবীন্দ্র জাদেজা ১৯ ওভার বল করে ৬২ রান দিয়েছেন এবং মহম্মদ শামি ১৫ ওভারে ৬২ রান দিয়েছেন। টিম ইন্ডিয়া থেকে, শুধুমাত্র অধিনায়ক জসপ্রীত বুমরা দু'টি উইকেট পেয়েছেন। তিনি তার ১৭ ওভারে ৭৪ রান দিয়েছেন।

বিরাট রেকর্ড ইংল্যান্ডের 
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি মাত্র দু'বার এমন ঘটেছে যখন একটি দল ৩৫০ এর বেশি রান তাড়া করে টেস্ট জিতেছে।  প্রথমবার ১৮৪৮ সালে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৪০৪ রান করেছিল। দ্বিতীয়বার ২০১৯ সালে ইংল্যান্ড ৯ উইকেট হারিয়ে ৩৬২ রান করেছিল। লিডস গ্রাউন্ডে দু'বারই এমনটা হয়েছে, কিন্তু এবার সেটা হল এজবাস্টনের মাঠে।

Advertisement

আরও পড়ুন: সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই হারল ভারত?

 

টিম ইন্ডিয়া সিরিজ জয়ের সুযোগ হারিয়েছে 
২০২১ সালে শুরু হওয়া এই পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া চারটি ম্যাচের মধ্যে ২টি জিতেছে এবং একটি হেরেছে। এরপর একটি ম্যাচ ড্রও হয়। বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া সিরিজে এগিয়ে যায়। করোনার কারণে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হতে না পারায় এবার করা হল এই ম্যাচটি। টিম ইন্ডিয়া এতে হেরে সিরিজ জয় থেকে বঞ্চিত হয়।  
• প্রথম টেস্ট-নটিংহাম - ড্র
• ২য় টেস্ট - লর্ডস - ভারত ১৫১ রানে জিতেছে
• তৃতীয় টেস্ট - লিডস - ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জিতেছে 
• চতুর্থ টেস্ট - ওভাল, ভারত ১৫৭ রানে জিতেছে
• পঞ্চম টেস্ট - ইংল্যান্ড ৭ উইকেটে জিতেছে 

Advertisement