দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আগের ম্যাচ ড্র করতে হয়েছিল। মালয়েশিয়ার বিরুদ্ধে যখন ভারত শুরুতেই ১ গোল খেয়ে যায় তখন আশঙ্কা জাঁকিয়ে বসেছিল ভারতের ক্রীড়াপ্রেমীদের মধ্যে। তবে সেখান থেকেই খেলা ঘোরান হরমনপ্রীতরা। এশিয়া কাপ হকির সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। তাও আবার ৪-১ ব্যবধানে।
প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর, মনপ্রীত সিং-এর গোলে সমতা ফেরায় ভারত। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের ড্র্যাগ লিফট প্রতিহত হলে ফিরতি বলে শট করেন মনপ্রীত। তাঁর জোরালো শট আশ্রয় নেয় জালে। সেই শুরু ভারতের কামব্যাক।
সেই কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। লাকড়া শিলানন্দের দেওয়া পাস থেকে গোল করে যান সুখজিৎ সিং। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতকে। গোল দূর্গ বাঁচিয়ে ব্যবধান বাড়ানোর দিকে মন দেন তাঁরা। এমনিতে মালয়েশিয়া ভারতের সামনে যে খুব কঠিন প্রতিপক্ষ তা কোনোভাবেই বলা যায় না। ফলে এই ম্যাচ জেতা কিছুটা প্রত্যাশিতই ছিল। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আটকে যাওয়া কিছুটা আশঙ্কা সৃষ্টি করেছিল।
এরপর মালোশিয়াকে তৃতীয় ধাক্কা দেন শিলানন্দ লাকড়া। ডি বক্সের বাইরে থেকে দিলানন্দের শটে স্টিক ঠেকিয়ে ২ গোলের ব্যবধান এনে দেন শিলানন্দ। ম্যাচের শেষ গোল আসে তৃতীয় কোয়ার্টারে। মালয়েশিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন বিবেক সাগর প্রসাদ। পেনাল্টি কর্নার পেলেও সেখান থেকে গোল আসেনি। তবে হাল ছাড়েননি ভারতের হকি দলের খেলোয়াড়রা। ফ্ল্যাঙ্ক থেকে জোরালো শট করেন বিবেক। বল স্টিকে লেগে দিক বদলে গোলে ঢুকে যায়।
এর মধ্যে বেশকিছু সুযোগ তৈরী করেছিল মালয়েশিয়া। তবে ভারতের শক্ত ডিফেন্স ভাঙার মতো ভেদশক্তি ছিল না। ফলে ৪-১ গোলে ম্যাচ জিতে রাজগীরের স্টেডিয়াম ছাড়েন হরমনপ্রীতরা।
এশিয়া কাপ হকি ২০২৫
সুপার ফোরের শেষ ম্যাচ
মালয়েশিয়া বনাম দ. কোরিয়া
ভারত বনাম চিন।
( দুটি ম্যাচই হবে শনিবার)
পয়েন্ট তালিকায় কে কোথায়
১) ভারত: ৪ পয়েন্ট
২) চিন: ৩ পয়েন্ট
৩) মালয়েশিয়া: ৩ পয়েন্ট
৪) দক্ষিণ কোরিয়া:১ পয়েন্ট