পাকিস্তানকে বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেটের। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারত সাফ জানিয়ে দিয়েছে যে ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফর করা হবে না। যার জেরে রীতিমতো ধাক্কা খেয়েছে পাকিস্তান। এবার জানা যাচ্ছে যে ২০২৩-এর ওয়ানডে বিশ্বকাপ না খেলার কথা ভাবছে পাকিস্তান।
রিপোর্টে বলা হয়েছে, এশিয়া কাপে পাকিস্তানে না যাওয়ার বিসিসিআই-এর সিদ্ধান্তে সেদেশের ক্রিকেট বোর্ড খুবই বিরক্ত। বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে, যদি কোনও নিরপেক্ষ জায়গায় এশিয়া কাপ আয়োজন করা হয়, তবেই তাতে অংশ নেবে ভারত।
ভারত জানিয়ে দিয়েছে যে, তাদের খেলোয়াড়রা পাকিস্তানে যাবে না। আর বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিলের মতো খেলোয়াড়রা টুর্নামেন্টে না থাকলে স্পনসররা নিজেরাই সরে যাবেন।
UAE-তে হবে এশিয়া কাপ
রিপোর্টে দাবি করা হয়েছে, যদি এশিয়া কাপ ২০২১৩ পাকিস্তানের বাইরে স্থানান্তরিত হয়, তাহলে তারা ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণ করবে না। এদিকে ভারতের আপত্তির পর এশিয়া কাপ UAE-তে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা পাকিস্তানে যাবেন না। নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন রয়েছে। বিগত কিছু বছরে উভয় দলকে শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হতে দেখা গিয়েছে। সম্প্রতি ২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হয় দুই দল। সেখানে জয়ী হয় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন - চার পায়ে বসি আর আট পায়ে চলি, বাঘ-সিংহ না হলেও আস্ত মানুষ গিলি; বলুন তো কী?