IND Vs SA 1st T20: ওপেনার বিরাট, কেমন হতে পারে দঃ আফ্রিকা সিরিজে ভারতের প্লেয়িং ১১?

India vs South Africa 1st T20: ফের ওপেনার হিসেবে দেখা যেতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে নামতে পারেন তিনি। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে বিভিন্ন ধরনের পরীক্ষা  নিরীক্ষা চালাচ্ছে টিম ইন্ডিয়া। 

Advertisement
ওপেনার বিরাট, কেমন হতে পারে দঃ আফ্রিকা সিরিজে ভারতের প্লেয়িং ১১?রোহিত শর্মা ও বিরাট কোহলি
হাইলাইটস
  • রাহুলের ধারাবাহিকতা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট
  • দলে আসতে পারেন পন্ত

ওপেনার হিসেবে কেএল রাহুলের স্ট্রাইক রেট চিন্তায় রেখেছে ভারতীয় দলকে (Team India)। টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। সেই সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে বুধবার। আর সেখানেই ফের ওপেনার হিসেবে দেখা যেতে পারে বিরাট কোহলিকে (Virat Kohli)। অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে নামতে পারেন তিনি। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে বিভিন্ন ধরনের পরীক্ষা  নিরীক্ষা চালাচ্ছে টিম ইন্ডিয়া। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ করেছিলেন রাহুল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে ৫০ করেছিলেন রাহুল (KL Rahul)। তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ১ ও তৃতীয় ম্যাচে ১০ রান করে আউট হয়ে যান তিনি। এমনকি এশিয়া কাপেও খুব ভাল খেলতে পারেননি রাহুল। সেই জন্যই ওপেন করতে নামান হতে পারে ভারতের প্রাক্তন অধিনায়ককে। 

আরও পড়ুন: ভারত VS পাকিস্তান সিরিজ ইংল্যান্ডে হবে? BCCI জানাল...

দলে আসতে পারেন পন্ত ও কার্তিক
দলে হার্দিক পান্ডিয়া নেই। তিনি ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছেন নিজের ফিটনেস নিয়ে রিপোর্ট দিতে। ফলে পন্ত ও কার্তিককে একসঙ্গে খেলাতে পারে টিম ইন্ডিয়া। দলে আসতে পারেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে একটা ম্যাচেও সুযোগ পাননি তিনি। আবার হার্দিকে অনুপস্থিতিতে ব্যাট হাতেও দারুণ কিছু শট খেলতে পারেন। সেই জন্যই তাঁকে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দলে থাকলেও উমেশ যাদব, শ্রেয়াস আইয়ার বা শহাবাজ আহমেদদের এখনই দলে ঢোকার সম্ভাবনা নেই।  

ঋষভ পন্ত
ঋষভ পন্ত

আরও পড়ুন: যুবরাজ-ফ্লিন্টফ ঝামেলা মনে আছে? T20 বিশ্বকাপে বারবার তপ্ত হয়েছে বাইশ গজ

বদল হবে দক্ষিণ আফ্রিকার দলও
ইংল্যান্ডের বিরুদ্ধে সে দেশের মাটিতে যে দল খেলেছিল সেই দলকেই ধরে রাখতে পারে দক্ষিণ আফ্রিকা। তবে সেই দলে যোগ দেবেন অধিনায়ক টেম্বা বাভুমা ও ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

Advertisement

সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা (সি), কেএল রাহুল (ভিসি), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, আর. অশ্বিন, অক্ষর প্যাটেল, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, জাসপ্রীত বুমরা।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, টেম্বা বাভুমা (সি), এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো/কাগিসো রাবাদা, কেশব মহারাজ, অ্যানরিচ নর্টজে, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।

  

POST A COMMENT
Advertisement