দারুণভাবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি টিম ইন্ডিয়া (Team India)। গুয়াহাটিতে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ৫০ ওভার শেষে সাত উইকেটে ৩৭৩ রান করে ফেলল ভারতীয় দল। শুরু থেকেই দারুণ খেলতে থাকেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমন গিল (Subhman Gill)। গিল যখন আউট হন তখন ভারতের রান ১৪৩। ভারতের ইনিংসের ২০তম ওভারে আউট হন তিনি। রোহিত শর্মা ৮৩ রান করার পর আউট হন। ফলে নিশ্চিত সেঞ্চুরি মাঠেই ফিরে আসেন। রোহিত যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল তিনি দুর্দান্ত সেঞ্চুরি করবেন কিন্তু তা হয়নি।
অধিনায়ক রোহিত শর্মা মাত্র ৬৭ বলে ৮৩ রানের ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৯টি চার এবং ৩টি ছক্কা। রোহিত প্রায় ১২৫ এর স্ট্রাইক রেটে রান করেন। শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে দেখা যায় ভারত অধিনায়ককে । ৬০ বলে ৭০ রান করে আউট হন ভারতের আরেক ওপেনার গিলও। তিনি মারেন ১১টি চার। রোহিত সেঞ্চুরি করতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে ৭৩তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি (Virat kohli)।
আরও পড়ুন: বিরাট ঝড়! সেঞ্চুরি হাঁকিয়ে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি
মাত্র ৮০ বলে শতরান করে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৮৭ বলে ১১৩ রানের ইনিংস খেলে বিরাট যখন ফিরছেন ভারতের বোর্ডে তখন ৬ উইকেটে ৩৬৪। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৭৩ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। কিছুদিন আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেলতে পারেননি বিরাট। তবে ৫০ ওভারের সিরিজে ফর্মে ফিরলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১২টা চার ও একটা ছক্কা।
আরও পড়ুন: আদর করে শিশুটির কান্না থামালেন রোহিত, VIDEO VIRAL
তবে ভাল খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। টি২০ সিরিজেও ছন্দে ছিলেন না ভারতের সহ-অধিনায়ক। এদিন আউট হন ১২ বলে ১৪ রান করে। তাড়াহুড়ো করতে গিয়ে আউট হলেন শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল। ২৯ বলে ৩৯ রান করে আউট হন রাহুল। ২৪ বলে ২৮ রান করে ফেরেন শ্রেয়াসও।