তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হেলায় হারিয়েছে ভারত। তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ম্যাচ শনিবার। ধর্মশালায় সিরিজের বাকি দুটি ম্যাচ হবে। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে এই বছরের অক্টোবরে। তার পরের বছরেই রয়েছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। দলে নেই সহ অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। চোট পেয়ে সিরিজের বাইরে ঋতুরাজ গায়কোয়াডও। বিরাট কোহলি ও ঋষভ পান্তকে (Rishabh Pant) বিশ্রামে পাঠিয়েছে বোর্ড। চোটের জন্য ছিটকে গিয়েছেন দীপক চাহারও। লখনউয়ে প্রথম ম্যাচে ভাল বল করার পর রবীন্দ্র জাডেজার সামনে ফের সুযোগ থাকবে নিজেকে প্রমাণ করার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজ থেকেই দারুণ ভাবে ফিরে এসেছেন ভুবনেশ্বর কুমার। তাঁর বোলিং নজর কাড়ছে সকলের। দলে ফিরে এসেছেন জশপ্রীত বুমরাও। দারুণ বল করছেন তিনিও। শুরুতে রোহিত শর্মা ও ইশান কিশান বড় পার্টনারশিপ গড়ে তুলেছিলেন প্রথম ম্যাচে। এবারেও কি তার পুনরাবৃত্তি হবে? ভাল ছন্দে রয়েছেন ইশান। অন্যদিকে ভাল শুরু করেও হাফ সেঞ্চুরি করা হয়নি রোহিতের। ভাল ছন্দে রয়েছেন ভারতের মিডিল অর্ডার ব্যাটাররাও। তিন নম্বরে নামার সুযোগ পেয়ে ভাল ব্যাট করেছেন শ্রেয়স আইয়ারও। মাত্র ২৮ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন তিনি।
কখন শুরু খেলা
ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি২০ ম্যাচ। টস সন্ধ্যা সাড়ে ছ'টায়। সিরিজের বাকি দু'টি ম্যাচই হবে ধর্মশালায়।
আরও পড়ুন: ধাক্কা খেল ভারত, টি-টোয়েন্টি সিরিজের বাইরে ঋতুরাজ
আরও পড়ুন: 'পাকিস্তানে তোমার সেঞ্চুরি দেখতে চাই,' কোহলিকে চ্যালেঞ্জ শোয়েবের?
কোথায় দেখা যাবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি২০ ম্যাচ
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে রোহিত শর্মাদের ম্যাচ। মোবাইলে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই খেলা।