বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর অনুরাগীর সংখ্যাও অনেক। ভারতের ক্রিকেটের এই মহাতারকার দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে মোহিত গোটা বিশ্ব। সেই কারণে সীমান্তের কাঁটাতার টপকে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানেও দারুণ জনপ্রিয় ভারতের প্রাক্তন অধিনায়ক। আরো একবার সেটাই প্রমাণ হল। রাজনৈতিক টানাপোড়েনের থাকলেও পাকিস্তান সুপার লিগ (PSL 2022) গ্যালারিতে দেখা গেল বিরাট কোহলির পোস্টার। ভারতের প্রাক্তন অধিনায়কের ছবি হাতে দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের এক ক্রিকেট অনুরাগী। আর সেই ছবি ভাইরাল হল।
রাজনৈতিক কারণেই দীর্ঘদিন পাকিস্তান ও ভারতের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না। তবুও সীমান্তে দুই প্রান্তে থাকা দুই দেশ ক্রিকেটের কারণেই মিশে যায় বারবার। পাক অনুরাগীর নিয়ে আসা সেই পোস্টারে ছিল একটা আরজিও। সেই অনুরাগী লিখেছিলেন, 'পাকিস্তানের মাটিতে তোমার সেঞ্চুরি দেখতে চাই'। বাস্তবের মাটিতে তার এই আরজি পূরণ হবে কিনা জানা নেই। তবুও পাক ভক্তের এই ভালোবাসা মন কেড়েছে পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar)। টুইট করে তিনি লিখেছেন, 'কেউ ভালোবাসা ছড়িয়ে দিতে চাইছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।'
আরও পড়ুন: টি২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেট চাহালের, পেছনে কে?
আরও পড়ুন: ফুটবল পায়ে মাঠ কাঁপাচ্ছেন চার সন্ন্যাসিনী, দেখুন ভিডিও
সত্যিই তো ভালো ক্রিকেটারের কদর সকলেই করে। সেখানে সীমান্তের বেড়া থাকে না। ভারতে বিরাট তো পাকিস্তানে বাবর আজম (Babar Azam)। দুই ব্যাটারের ভক্ত কিন্তু গোটা বিশ্বে। রাজনৈতিক কারণে যুদ্ধের আবহ তৈরি হয় ঠিকই কিন্তু গত বছর ভারত পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) প্রথম ম্যাচ হারের পর বিরাটকে ঘিরে ধরে নানা বিষয় কথা বলছিলেন তরুণ পাক ক্রিকেটাররা। আর তাতেই বোঝা যায় ভারতের প্রাক্তন অধিনায়ক পড়শি দেশেও কতটা জনপ্রিয়। আগামী ২৩ অক্টোবর টি২০ বিশ্বকাপে ফের মুখোমুখি হবে দুই দল।