scorecardresearch
 

India vs Sri Lanka 3rd T20I: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে বাদ গিল? কেমন হতে পারে দল

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ (০৭ জানুয়ারি) ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে  হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে ভারত দুই রানে জিতে যায়। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা আবার ১৬ রানে জিতেছে। ফলে শনিবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ণায়ক। ভারতীয় সময় অনুযায়ী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। 

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • জিততেই হবে দুই দলকে
  • বাদ পড়তে পারেন গিল

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ (০৭ জানুয়ারি) ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে  হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে ভারত দুই রানে জিতে যায়। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা আবার ১৬ রানে জিতেছে। ফলে শনিবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ণায়ক। ভারতীয় সময় অনুযায়ী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। 

গিলের ফর্ম চিন্তার কারণ

ব্যাটিংয়ে দুই ম্যাচেই ভালো শুরু করতে পারেনি টিম ইন্ডিয়ার (Team India) টপ অর্ডার। শুভমান গিল (Shubman Gill) টানা দ্বিতীয়বার ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় টি২০ ম্যাচে দলে এসেছেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। দ্বিতীয় ম্যাচে তাঁর অভিষেক হয়। প্রথম ম্যাচ খেলতে নেমে বড় রান করতে না পারলেও, এবারে তিনি কোনো সুযোগ নষ্ট করতে চাইবেন না। এখন দেখার বিষয় শেষ ম্যাচে ঋতুরাজ গায়কওয়াড় সুযোগ পান কি না। তবে টিম ইন্ডিয়ার (Team India) জন্য ভাল খবর হল সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং অক্ষর প্যাটেলের (Axar Patel) ব্যাটিং ফর্ম। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ খেলছিলেন দুই ব্যাটার। 

আরও পড়ুন: ঋষভ পন্থের লিগামেন্ট সার্জারি, কতটা ঝুঁকি? পুরোপুরি সেরে ওঠা সম্ভব?

দ্বিতীয় ম্যাচে ব্যর্থ বোলাররা

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তরুণ ফাস্ট বোলারদের বাজে পারফরম্যান্সই ছিল হারের অন্যতম কারণ। চোট কাটিয়ে দলে ফিরে আসা বাঁহাতি ফাস্ট বোলার আর্শদীপ সিং তাঁর দুই ওভারে পাঁচটি নো-বল করেন। স্পিনাররা ম্যাচ মোড় ঘোরানোর চেষ্টা করেছিলেন বটে, তবে তাতে কাজ হয়নি। উমরান মালিক উইকেট নিলেও রান দিয়েছেন। টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'এই ধরনের ম্যাচ তরুণ খেলোয়াড়দের কেরিয়ারে আসবে। যেখানে তারা খুব ভাল পারফর্ম করতে ব্যর্থ হতেই পারে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। বুঝতে হবে তারা শিখছে। আন্তর্জাতিক ক্রিকেটে শেখা সহজ নয়। সংযমের সঙ্গে কাজটা করে যেতে হয়। সিরিজ নির্ধারক ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং-১১-এ পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই।'

Advertisement

আরও পড়ুন: কোহলি-রোহিতদের জন্য T20-র দরজা বন্ধ? কোচ দ্রাবিড়ের ইঙ্গিত 'তাত্‍পর্যপূর্ণ'

প্লেইং-১১-এ ফিরবেন হর্ষল?

পরিবর্তন হলেও তা হবে বোলিং বিভাগে, যেখানে আর্শদীপ সিংয়ের জায়গায় প্লেয়িং-১১-এ আসতে পারেন হর্ষল প্যাটেল। প্রধান কোচ দ্রাবিড় ইতিমধ্যেই বলেছেন যে তিনি খুব বেশি পরিবর্তন পছন্দ করেন না। অন্যদিকে, এশিয়া কাপ ২০২২-এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা দারুণ প্রত্যাবর্তন করেছে। 

টস গুরুত্বপূর্ণ হতে পারে

রাজকোটের পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে বলে আশা করা যায়। আর সেই জন্যই টসের ভূমিকাও গুরুত্বপূর্ণ। উভয় অধিনায়কই প্রথমে বল করতে চাইবেন। রাজকোটে খেলা চারটি টি-টোয়েন্টি ম্যাচে দু'বারই জয় পেয়েছে প্রথমে ব্যাট করতে নামা দল। অন্য দুই ম্যাচে প্রথমে বোলিং করা দলই বিজয়ী হয়।

ভারতের সম্ভাব্য প্লেয়িং-১১: ইশান কিশান (উইকেটরক্ষক), শুভমান গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠি, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, হর্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল। 

শ্রীলঙ্কার সম্ভাব্য প্লেয়িং-১১: পথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসলাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ভানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ তিক্ষ্না, কাসুন মদনকা, কাসুন রাজিহান।

Advertisement