
দুরন্ত জয় ভারতীয় দলের। বি-টিম হিসাবে ধরা হলেও ব্যাট ও বল হাতে জয়-জয়কার ভারতীয় ক্রিকেট দলের। তরুণ ক্রিকেটারদের ব্যাট হাতে দুরন্ত ইনিংস শ্রীলঙ্কার ঘরের মাঠে জয়ের সরণীতে পৌঁছে দিল ভারতীয় ক্রিকেট দলকে। ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেললেন বাঁ-হাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানও। অধিনায়কের ইনিংস, পৃথ্বীর শুরু ও ঈশাণ কিশানের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কা দলকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত।
মাত্র ৩৬.৪ ওভারের মাথায় ৭ উইকেটে জয় তুলে নেয় ভারতীয় দল। সহজেই ব্যাট হাতে জয় তুলে নিলো ভারত। ক্যাপ্টেন হিসাবে দায়িত্ববান একটি ইনিংস খেললেন ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। ব্যাট হাতে ৯৫ বলে ৮৬ রানের অপরাজিত ও দৃঢ় ইনিংস খেললেন ভারতীয় ব্যাটসম্যান। ওপেনিংয়ে প্রথমেই ভারতের হয়ে ভালো ইনিংস খেলেন পৃথ্বী। ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন পৃথ্বী। তারপর ক্রিজে আসেন ঈশাণ কিশান। ব্যাট হাতে ৪২ বলে ৫৯ রান করেন তিনি। তারপর ২৬ রানের একটি ইনিংস খেলে যান মণীশ পাণ্ডেও। শেষে দুরন্ত ইনিংস শেষ করে ভারতের হয়ে ৭ উইকেটে জয় তোলেন সূর্যকুমার যাদব ও শিখর ধাওয়ান।
ব্যাট হাতে ৮৬ করেন ধাওয়ান ও অপরাজিত ৩১ করেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কার হয়ে ধনঞ্জয়া ডি সিলভা নেন ২ উইকেট ও একটি উইকেট নেন সানদাকান। ২৬৩ রানে ৩ উইকেটে জয় দিয়ে ৩৬.৪ ওভারে খেলা শেষ হয় ভারতীয় দলের।
শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং ক্যাপ্টেন ধাওয়ানের! ভাঙলেন একাধিক রেকর্ড
রবিবার কলম্বোর আর-প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করায় ব্যাটসম্যানদের স্টার তালিকায় যোগ দিয়েছেন টিম ইন্ডিয়ার নয়া অধিনায়ক শিখর ধাওয়ান। অধিনায়ক হয়েই দুরন্ত ইনিংস খেলতে শুরু করে দিলেন শিখর। মাঝে ছিল বিরতি। তারপরই দারুণ কামব্যাক ঘটলে ধাওয়ানের।
এই সফরে অধিনায়ক ধাওয়ানের চলমান প্রথম ওডিআইয়ের আগে ১৭ রান দরকার ছিল এবং তিনি ১৪ তম ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে ১০০০ রানের ক্লাবে প্রবেশের জন্য ১৩ তম ভারতীয় ব্যাটসম্যান হওয়ার মাইলফলক অর্জন করলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে চলাকালীন শিখর ধাওয়ান চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হয়ে ৬০০০ রানের লক্ষ্যে পৌঁছেছেন। রবিবার শিখর ধাওয়ান ওয়ানডে ক্রিকেটে ৬০০০ রানে পৌঁছে যাওয়া দশম ভারতীয় হয়েছেন। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের রান তাড়া করার সময় ধাওয়ান মাইলফলকে পৌঁছেছিলেন।
🚨 Milestone Alert 🚨
— BCCI (@BCCI) July 18, 2021
Congratulations to @SDhawan25 on completing 6⃣0⃣0⃣0⃣ ODI runs 👏 👏 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/rf0sHqdzSK pic.twitter.com/OaEFDeF2jB
ব্যাট হাতে দুরন্ত জন্মদিনে অভিষেক হওয়া ঈশাণ কিশান
ব্যাট হাতে দুরন্ত ঈশাণ কিশানব্যাট হাতে দুরন্ত শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। ব্যাট হাতে ওপেনিংয়ে দুরন্ত খেললেন ভারতীয় ডানহাতি ওপেনার পৃথ্বী শ। ব্যাট হাতে আলাদাই মেজাজে খেলছিলেন পৃথ্বী। ২৪ বলে ঝড়ের গতিতে ৪৩ রানের ইনিংস খেলেন পৃথ্বী। অন্যদিকে একদিকে ধরে ছিলেন শিখর ধাওয়ানও। তবে পৃথ্বী মাথায় চোট পান। আর তারপরই হঠাৎ আউট হয়ে যান তিনি। তবে পৃথ্বীর চোট তেমন গুরুতর নয়। ৯টি চার দিয়ে সাজানো ছিল পৃথ্বীর ইনিংস।
অন্যদিকে, ঈশাণ কিশান দারুণ ব্যাটিং করেন। জন্মদিনে অভিষেক ঘটেছে এই ব্যাটসম্যানের। সেখানে নিজের প্রথম আন্তর্জাতিক একদিনের ইনিংস ছয় মেরে শুরু করেন ঈশাণ। ভারত প্রথম উইকেট হারান ৫৮ রানে। দ্বিতীয় উইকেট ভারত হারায় ১৪৩ রানে। দুরন্ত ইনিংস খেলে আউট হন ঈশাণ কিশান। ৫৯ রানে আউট হন ঈশাণ। ৪২ বলে ৬৯ রানের ইনিংস সাজানো ছিল ২টি ছয় ও ৮টি চার দিয়ে।
1st ODI. 17.5: WICKET! I Kishan (59) is out, c Minod Bhanuka b Lakshan Sandakan, 143/2 https://t.co/rf0sHqvbhk #SLvIND
— BCCI (@BCCI) July 18, 2021
৫০ ওভারে ২৬৩ রানের টার্গেট ভারতের
বল হাতে সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি বোলাররা। বি টিম হিসাবে ধরা হলেও দলের পেস বোলার থেকে স্পিনার সবাই ভারতীয় ক্রিকেট দলে খেলেছেন। প্রথম সারির দলে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন ভুূবনেশ্বর কুমার থেকে শুরু করে দীপক চাহার, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালরা। তবে কুলদীপ ও চাহাল এই ম্যাচে ভালো করলেও ভারতীয় পেসাররা আরও ভালো করতে পারতেন এই ম্যাচে। ফলে রানটা আরও চাপা যেত শ্রীলঙ্কার।
ব্যাট হাতে ভারতের হয়ে ওপেন করবেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। এই ম্যাচে ব্যাট হাতে এবার নিজেদের দক্ষতা দেখাতে হবে তাঁদের।
ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে ৩৮ রান করেন চরিত আশালঙ্কা, ৩৯ রানের ইনিংস খেলেন দাসুন শানাকা, ৪৩ করেন চামিকা করুণারত্নে। এই তিন ক্রিকেটারই বড় রান করেন মিডল ও লোয়ার অর্ডারে। ৯ উইকেট পরে গেলেও নটআউট ছিলেন চামিকা। ভারতীয় দলের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও দীপক চাহার। একটি করে উইকেট পান ক্রুণাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া। উইকেট পাননি ভুবনেশ্বর কুমার।
Sri Lanka post a total of 262/9 after 50 overs!
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 18, 2021
Will the bowlers defend this total? Let's defend it Sri Lanka! 🙌#SLvIND pic.twitter.com/TiA2QKN4Xk
২৬২ রানে ৯ উইকেট হারিয়ে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস
ভারতীয় ক্রিকেট দলের কাছে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারলেন না ভারতীয় ক্রিকেট দলের বোলাররা। এই দলের বোলারদের ওপর বেশ ভালোই ভরসা রাখা হয়েছিল। কারণ এই দলকে বি টিম হিসাবে ধরা হলেও, বোলাররা সবাই বেশ অভিজ্ঞ। প্রথমে বল হাতে ভালো শুরু করলেও, ৫০ ওভারে বড় রানই ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে করে ফেললো শ্রীলঙ্কা দল। ২৬২ রানে ৯ উইকেট হারিয়ে শেষ হল শ্রীলঙ্কার ইনিংস।
শ্রীলঙ্কা ৪ উইকেটে ১১৭ রান
নিজেদের চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা দল। মাত্র ১১৭ রানে ২৪.২ ওভারের মাথায় ৪ উইকেট হারাল শ্রীলঙ্কা দল। আউট হলেন ধনঞ্জয়া ডি সিলভা। মাত্র ১৪ রানে ক্রুণাল পান্ডিয়ার বলে ফিরে গেলেন শ্রীলঙ্কার এই ভরসা যোগ্য ক্রিকেটার। ম্যাচে প্রথম উইকেট পেলেন ক্রুণাল।
২০ ওভারের মধ্যেই তিন উইকেট হারাল ভারত
মাত্র ১৬.৪ ওভারে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা দল। ৮৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা দল। মাত্র ২৭ রানে কুলদীপ যাদবের বলে ফিরে যান মিনোদ ভানুকা ও ২৪ রানে কুলদীপের বলেই ফেরেন ভানুকা রাজাপাকসা। এসেই দুই উইকেট পর পর নেন কুলদীপ। এখনও পর্যন্ত ভারতের হয়ে হিট কুলচা জুটি।
শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন! ১০ ওভার শেষ
বল হাতে এসেই শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন ঘটালেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। প্রথম ৯ ওভার ভালোই ব্যাট করছিলেন শ্রীলঙ্কা দলের দুই ওপেনার। অভিষিকা ফারনান্দো ও মিনোদ। তবে বল করতে এসে প্রথম বলেই ৩২ রানে অভিষিকাকে ড্রেসিং রুমে ফেরালেন চাহাল। ৩২ রান করে আউট হয়েছেন অভিষিকা। ক্যাচ ধরেন মণীশ পাণ্ডে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কার পরে গেল একটি উইকেট। ১০ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৫৫ রানে ১ উইকেট। ১২ রানে খেলছেন মিনোদ ভানুকা ও ৬ রানে খেলছেন রাজপাকসা।
জাতীয় সঙ্গীতের পর শুরু হল শ্রীলঙ্কার ব্যাটিং
বল হাতে ভারতের হয়ে শুরু করলেন ভুবনেশ্বর কুমার। এই দল পুরোপুরি ভিন্ন ভারতীয় দল থেকে। কারণ এই দলে যেমন নেই বিরাট কোহলি, রোহিত শর্মারা , তেমনই নেই শামি, বুমররা। তাঁরা ব্যস্ত টেস্ট ক্রিকেটের প্রস্তুতিতে ইংল্যান্ডে। ফলে এই দল নিয়েই ভালো করতে মুখিয়ে আছে সীমিত ওভারের ভারতীয় ক্রিকেট দল। শুরু হলো ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Srilanka) সিরিজ।
Moment to cherish! 😊 👍
— BCCI (@BCCI) July 18, 2021
A loud round of applause for @ishankishan51, who will make his ODI debut on his birthday, along with @surya_14kumar. 👏 👏 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/rf0sHqdzSK pic.twitter.com/FITavg37PH
ভারতীয় ক্রিকেট দলের একাদশ-
শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী সাউ, ঈশাণ কিশন (উইকেটরক্ষক), মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব।
Toss & Team News from Colombo:
— BCCI (@BCCI) July 18, 2021
Sri Lanka have won the toss & elected to bat against #TeamIndia in the first #SLvIND ODI.
Follow the match 👉 https://t.co/rf0sHqdzSK
Here's India's Playing XI 👇 pic.twitter.com/eYNANlZ9ij
শ্রীলঙ্কার একাদশ-
অভিষিকা ফার্নান্দো, মিনোদ ভানুকা, ভানুকা রাজাপাকসা, ধনঞ্জয়া ডি সিলভা, চরিত আসালঙ্কা, ডাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, ইসুরু উদানা, দুশমান্তা চামিরা, লক্ষ্সণ সন্দকন।
1st ODI. Sri Lanka XI: WIA Fernando, M Bhanuka, B Rajapaksa, D de Silva, C Asalanka, D Shanaka, W Hasaranga, C Karunaratne, I Udana, D Chameera, L Sandakan https://t.co/rf0sHqvbhk #SLvIND
— BCCI (@BCCI) July 18, 2021
শুরু হল ভারত বনাম শ্রীলঙ্কার লড়াই। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে শ্রীলঙ্কা দল। এই প্রথম ভারতীয় ক্রিকেট দলের হয়ে নেতৃত্বে অভিষেক ঘটলো ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ভারতের জার্সি গায়ে ইতিমধ্যেই টস সেরে ফেলেছেন শিখর ধাওয়ান।
Dasun Shanaka won the toss and elected to bat first!
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 18, 2021
COME ON, SRI LANKA
LIVE: https://t.co/B3ikscR5Zm pic.twitter.com/MF8H1XYqdv
আজ অধিনায়ক হিসাবে পরীক্ষা ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন শিখর ধাওয়ানের। দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। একই সঙ্গে সহ-অধিনায়ক হিসাবে রয়েছেন ভুবনেশ্বর কুমার। শুধু অধিনায়ক ধাওয়ানই নয়, এই ম্যাচে অভিষেক ঘটলো নয়া ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের।
এই ম্যাচটিতে সম্পূর্ণ ভাবে নয়া দল নিয়ে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম একাদশে একদিনের ম্যাচ খেলতে চলেছেন ঈশান কিশান ও সূর্যকুমার যাদব।