India vs West Indies 1st ODI: ক্যারেবিয়ান সফরে নেই বিরাট, আক্ষেপ ওয়েস্ট ইন্ডিজ কোচের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে। যদিও তারকা খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্ত এবং জাসপ্রীত বুমরা বিশ্রাম দেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজেও নেই বিরাট ও বুমরা। 

Advertisement
ক্যারেবিয়ান সফরে নেই বিরাট, আক্ষেপ ওয়েস্ট ইন্ডিজ কোচেরফিল সিমেন্স ও বিরাট কোহলি
হাইলাইটস
  • বিরাটকে রাখা হয়নি দলে
  • খুশি নন ওয়েস্ট ইন্ডিজের কোচ

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে বিরাট কোহলি নেই। আর তাই অসন্তুষ্ট ক্যারেবিয়ান কোচ ফিল সিমেন্স। শুক্রবারই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তিন ম্যাচের একদিনের সিরিজের পর পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে ভারত।  সফর শুরু হবে আজ (২২ জুলাই) থেকে। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে দুই দলের মধ্যে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে শিখর ধাওয়ানকে। যদিও তারকা খেলোয়াড় বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্ত এবং জাসপ্রীত বুমরা বিশ্রাম দেওয়া হয়েছে। পাঁচ ম্যাচের টি২০ সিরিজেও নেই বিরাট ও বুমরা।

আরও পড়ুন: ISL-এ ইস্টবেঙ্গলের কোচ হতে পারেন স্টিফেন, শীঘ্রই ঘোষণা  

ভারতের সমস্ত বড় ক্রিকেটারদের এই সিরিজে সুযোগ না দেওয়ায় হতাশ ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমেন্স। তিনি বলেন, 'আমরা ভারতের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে ম্যাচ খেলতে চেয়েছিলাম, কিন্তু তারা দলে না থাকায় আমরা খুবই হতাশ।'

কোহলি ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকলে ভালো হতো: সিমন্স

ফিল সিমন্স এক ইউটিউব চ্যানেলে বলেছেন, 'আমি মোটেও খুশি নই। কারণ ওদের ভাল ক্রিকেটাররা এই সফরে আসেনি। কারণ আমরা সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাচ খেলতে পছন্দ করি। আমরা সবাই জানি যে বিরাটের রেকর্ড বলে যে সে সর্বকালের সেরা খেলোয়াড়। তাই আমি হতাশ। ও এখানে থাকলে ভাল লাগত।''

আরও পড়ুন: রাহুলের করোনা, চোট জাদেজার, WI-র বিরুদ্ধে নামার আগে চাপে ভারত

৭৮ আন্তর্জাতিক ইনিংসে কোনো সেঞ্চুরি করতে পারেননি কোহলি

গত ৭৮ আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরি করেননি কোহলি। গত আইপিএল মরশুমেও তাঁর পারফরম্যান্স ছিল হতাশজনক। আইপিএলে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৬। এমনকি আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় ইংল্যান্ড সফরে খুব খারাপ সময় কাটিয়েছেন কোহলি। 

আরও পড়ুন; সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তিতে AIFF, নয়া সংবিধানে ব্যাপক বদল

Advertisement

সবাই সব সময় ভালো করতে পারে না

ইংল্যান্ড সফরে একমাত্র টেস্টে কোহলি ৩১ (১১, ২০) রান করেন। এরপর দুটি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১২ (১, ১১) রান করেন। এর পরে, বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই সিরিজ খেলেন, যেখানে তিনি দুটি ম্যাচে মাত্র ৩৩ (১৬, ১৭) রান করেন। এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে কোহলির।

এসব সমালোচনা প্রসঙ্গে ফিল সিমন্স বলেন, 'সমালোচনা হতেই পারে। আমি নিশ্চিত মানুষ কোহলি সব সময় রান করতে চায়, কিন্তু কেউই সব সময় সাফল্য পায় না।'  

POST A COMMENT
Advertisement