scorecardresearch
 

East Bengal Club: ISL-এ ইস্টবেঙ্গলের কোচ হতে পারেন স্টিফেন, শীঘ্রই ঘোষণা

২০০২ সালে প্রথমবার ভারতীয় দলের কোচ নিযুক্ত হন স্টিফেন। সেই পর্বে তিন বছর ছিলেন তিনি। এরপর ২০১৫-১৯ পর্যন্ত দ্বিতীয় পর্বে একই দায়িত্ব সামলেছেন তিনি। অন্যদিকে, ২০১৮-২০ পর্যন্ত মুম্বই সিটি এফসি’র দায়িত্বে ছিলেন পর্তুগিজ জর্জ কোস্তা। এই দুই জনের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাথমিক তালিকায় ছিলেন স্পেনের সের্গিও লোবেরা এবং সার্বিয়ার র‌্যাঙ্কো পোপোভিচ। তবে এঁদের নিতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে।

Advertisement
স্টিফেন কনস্টানটাইন স্টিফেন কনস্টানটাইন
হাইলাইটস
  • ইস্টবেঙ্গলের কোচ হতে পারেন স্টিফেন কনস্টানটাইন
  • ভারতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর

কোচ নিয়ে বেশ ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। শ্রী সিমেন্টের সময়  রবি ফাউলার, মানোলো ডিয়াজ এবং মারিও রিভেরা কোচ হয়েছেন। দুই মরশুমে তিনবার হেড কোচ বদল করতে হয়েছে। তাই এবার কোচ নিয়ে বেশ সতর্ক ইস্টবেঙ্গল ও ইমামির কর্তারা। বিদেশি ফুটবলার চূড়ান্ত করার আগে কোচ বেছে নেওয়াই তাদের লক্ষ্য। আইএসএল ও সুপার কাপে কোচ হিসেবে কাকে নিয়োগ করবে ইস্টবেঙ্গল তা নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। তবে এই মুহুর্তে এই ব্যাপারে দৌড়ে রয়েছেন দুই কোচ। ইংল্যান্ডের স্টিভন কনস্টানটাইন এবং পর্তুগালের জর্জ কোস্তা। ভারতের জাতীয় দলে দুই দফায় কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে স্টিভেন কনস্টানটাইনের। 

২০০২ সালে প্রথমবার ভারতীয় দলের কোচ নিযুক্ত হন স্টিফেন। সেই পর্বে তিন বছর ছিলেন তিনি। এরপর ২০১৫-১৯ পর্যন্ত দ্বিতীয় পর্বে একই দায়িত্ব সামলেছেন তিনি। অন্যদিকে, ২০১৮-২০ পর্যন্ত মুম্বই সিটি এফসি’র দায়িত্বে ছিলেন পর্তুগিজ জর্জ কোস্তা। এই দুই জনের সঙ্গে ইস্টবেঙ্গলের প্রাথমিক তালিকায় ছিলেন স্পেনের সের্গিও লোবেরা এবং সার্বিয়ার র‌্যাঙ্কো পোপোভিচ। তবে এঁদের নিতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হবে ইস্টবেঙ্গলকে। তাই এখন কনস্টানটাইন ও জর্জ কোস্তার মধ্যেই এই লড়াই সীমাবদ্ধ। সূত্রের খবর, কিছুটা হলেও এগিয়ে আছেন ভারতের প্রাক্তন কোচ। কারণ, তাঁর আমলে একাধিক সাফল্য পেয়েছে ভারতীয় দল। 

আরও পড়ুন: প্রথম থ্রোয়েই বাজিমাত, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন নীরজ

এদিকে, সরকারিভাবে চুক্তি না হলেও সূত্রের খবর, ইস্টবেঙ্গলের জন্য দক্ষিণ ভারতের প্রতিশ্রুতিবান ফুটবলার খুঁজতে শুরু করে দিয়েছেন বিনো জর্জ। সব ঠিক থাকলে কলকাতা লিগের জন্য তাঁকেই বেছে নিতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাবটি। 

আরও পড়ুন: বকেয়া টাকা মেটানো হবে, চিঠি দিয়ে ATK মোহনবাগানকে জানাল IFA

Advertisement

ইমামির সঙ্গে চুক্তি করতে যে তাদের কোনও সমস্যা নেই তা আগেই জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। সেই মতোই আগামী সপ্তাহেই বিনিয়োগ কারী সংস্থা ইমামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাধতে চলেছে ইস্টবেঙ্গল। চুক্তি সইয়ের দিনেই দল নিয়ে একগুচ্ছ ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল।

Advertisement