scorecardresearch
 

India vs West Indies 2nd ODI: সিরিজ জয় ভারতের, ব্যাট হাতে 'হিরো' অক্ষর

৭৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতীয় দলকে ভরসা দেন শ্রেয়াস আইয়ার ও সঞ্জু স্যামসন। উভয় খেলোয়াড়ই দ্রুত গতিতে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। সঞ্জু ও শ্রেয়াস চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন। শ্রেয়াস আইয়ার ৭১ বলে ৬৩ রান করেন। স্যামসন করেন ৫৪ রান।

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • দুই উইকেটে ম্যাচ জিতল ভারত
  • দারুণ ব্যাট করলেন অক্ষর

পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় একদিনের ম্যাচে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ৩১১ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুই বল বাকি থাকতেই দুই উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। মাত্র ৩৫ বলে ৬৪ রান করে ম্যাচ জেতান অক্ষর প্যাটেল। ম্যাচের শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে দারুণ স্টাইলে ম্যাচ শেষ করেন অক্ষর প্যাটেল। এই জয়ে ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের এটি টানা ১২তম সিরিজ জয়।

হোপের সেঞ্চুরিতে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ছয় উইকেটে ৩১১ রান করে। শাই হোপ তাঁর শততম একদিনের ম্যাচে ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। হোপ ১২৫ বল খেলে করে ৮ চার ও তিনটি ছক্কার সাহায্যে ১১৫ রানের ইনিংস খেলেন। অধিনায়ক নিকোলাস পুরান ৭৪ এবং কাইল মেয়ার্স ৩৯ রান করেন। এই সফরে শাই হোপ এবং নিকোলাস পুরান চতুর্থ উইকেটে ১১৭ রানের দুর্দান্ত জুটি গড়েন। ভারতের হয়ে সবচেয়ে বেশি সাফল শার্দুল ঠাকুর। তিনি ৩টি উইকেট তুলে নেন।

আরও পড়ুন: পুত্র সন্তানের বাবা হলেন ক্রুনাল, ছেলের নাম কী রাখলেন?

৭৯ রানে তিন উইকেট পড়ে যায় ভরতের

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল ভারত। ১১ ওভারে প্রথম উইকেটে ৪৮ রানের জুটি গড়েন ক্যাপ্টেন ধাওয়ান ও শুভমান গিল। এই সময়, গিলকে ছন্দে দেখা গেলেও ধাওয়ানকে সমস্যায় পড়তে দেখা যায়। ধাওয়ান ৩১ বল খেলে মাত্র ১৩ রান করে রোমারিও শেফার্ডের বলে আউট হন। ধাওয়ানের আউটের পর শুভমান গিল (৪৩) ও সূর্যকুমার যাদবের (৯) উইকেটও হারায় ভারত। দুই খেলোয়াড়ই কাইল মেয়ার্সের বলে আউট হন। 

Advertisement

আরও পড়ুন: আন্তর্জাতিক দাবারু থেকে হয়ে গেলেন টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য সদস্য, চেনেন?

 
সঞ্জু-শ্রেয়াসের মধ্যে গুরুত্বপূর্ণ জুটি

৭৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতীয় দলকে ভরসা দেন শ্রেয়াস আইয়ার ও সঞ্জু স্যামসন। উভয় খেলোয়াড়ই দ্রুত গতিতে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। সঞ্জু ও শ্রেয়াস চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়েন। শ্রেয়াস আইয়ার ৭১ বলে ৬৩ রান করেন। স্যামসন করেন ৫৪ রান।

আরও পড়ুন: গড়লেন নতুন ইতিহাস, অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের

এই জুটি ফিরতেই ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ
শ্রেয়াস ও স্যামসন আউট হতেই ম্যাচের রাশ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতে। তখন ভারতের স্কোর পাঁচ উইকেটে ২০৫ রান। এই অবস্থায় দীপক হুডা ও অক্ষর প্যাটেল ৫১ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে এগিয়ে দেন। দীপক হুডা ৩৬ বলে ৩৩ রান করেন।

দীপক হুডা আউট হওয়ার পরেও ৩৫ বলে ৫৬ রান দরকার ছিল ভারতের। এমন পরিস্থিতিতে শার্দুল ঠাকুর এবং আভেশ খানের সঙ্গে অক্ষর প্যাটেল একটি দারুণ জুটি গড়েন এবং ভারতকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসেন।

শেষ ওভারে করতে হত ৮ রান
শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল আট রান। কাইল মেয়ার্সের করা ওই ওভারে দ্বিতীয় বলে অক্ষর এবং তৃতীয় বলে সিরাজ নেন একটি করে রান। তখন তিন বলে ছয় রান দরকার ছিল। দুই দলই এখান থেকে ম্যাচ জিততে পারত। এমন চাপের পরিস্থিতিতে চতুর্থ বলে ছক্কা মেরে ভারতকে স্মরণীয় জয় এনে দেন অক্ষর। ম্যাচের সেরা হন তিনিই।  

Advertisement