Indian Football: যৌন হয়রানির অভিযোগ, বরখাস্ত ভারতীয় ফুটবল দলের কোচ

CoA ৩০ জুন অ্যালেক্স অ্যামব্রোসকে অপসারণের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু তখন নাম প্রকাশ করা হয়নি। CoA বিবৃতিতে বলেছিল, 'অনূর্ধ্ব-১৭ মহিলা দলে দুর্ব্যবহারের একটি ঘটনা সামনে এসেছে। দলটি বর্তমানে ইউরোপে রয়েছে। অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তারা ইউরোপ সফরে গিয়েছে। AIFF শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখে। প্রাথমিক পদক্ষেপ হিসাবে, ফেডারেশন আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে।'

Advertisement
যৌন হয়রানির  অভিযোগ, বরখাস্ত ভারতীয় ফুটবল দলের কোচপ্রতীকী ছবি
হাইলাইটস
  • অভিযোগ উঠেছে অনুরদ্ধ-১৭ দলের কোচের বিরুদ্ধে
  • যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত তিনি

যৌন হয়রানির অভিযোগে ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোসকে সরিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুপ্রিম কোর্ট-নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস (COA) এর সদস্য ডক্টর এসওয়াই কুরেশি বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন। কুরেশি টুইট করেছেন, 'অনুর্ধ্ব -১৭ মহিলা দলের সহকারী প্রধান কোচ অ্যালেক্স অ্যামব্রোসকে যৌন হয়রানির জন্য বরখাস্ত করা হয়েছে। পরবর্তী তদন্ত শুরু হয়েছে।'


CoA ৩০ জুন অ্যালেক্স অ্যামব্রোসকে অপসারণের ইঙ্গিত দিয়েছিল, কিন্তু তখন নাম প্রকাশ করা হয়নি। CoA বিবৃতিতে বলেছিল, 'অনূর্ধ্ব-১৭ মহিলা দলে দুর্ব্যবহারের একটি ঘটনা সামনে এসেছে। দলটি বর্তমানে ইউরোপে রয়েছে। অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য তারা ইউরোপ সফরে গিয়েছে। AIFF শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখে। প্রাথমিক পদক্ষেপ হিসাবে, ফেডারেশন আরও তদন্তের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে।'

এমন ঘটনা আগেও সামনে এসেছে

সাম্প্রতিক অতীতে, ভারতীয় খেলাধুলায় যৌন হয়রানির ঘটনা ঘটেছে। সম্প্রতি, স্লোভেনিয়া সফরে জাতীয় কোচের বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের অভিযোগ তোলেন এক মহিলা সাইক্লিস্ট। কোচকে পরে বরখাস্ত করা হয় এবং বর্তমানে সেই অভিযোগের তদন্ত চলছে। বিদেশ সফরে সঙ্গে থাকা কোচের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তোলেন ওই মহিলা।

আরও পড়ুন: ''যা হয়েছে তা হয়েছে...'' IPL বিতর্ক এড়িয়ে গেলেন জাদেজা

এই বছরের অক্টোবরে ভারত অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপের আয়োজক হতে চলেছে। এই টুর্নামেন্টের ম্যাচগুলি ১১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতের তিনটি শহর ভুবনেশ্বর, গোয়া এবং নবি মুম্বইয়ে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের 'এ' গ্রুপে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, মরক্কো এবং ব্রাজিল রয়েছে।

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন রোনাল্ডো?

প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। এরপর ১৪ ও ১৭ অক্টোবর মরক্কো ও ব্রাজিলের বিপক্ষে তাদের ম্যাচ হবে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতের গ্রুপ পর্বের সব ম্যাচ।

Advertisement

POST A COMMENT
Advertisement