প্রথম টি২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে টি২০ সিরিজের প্রথম ম্যাচে জয় পেল ভারত। লখনউয়ের মাঠে টসে হেরে ব্যাটিং করতে নামে ভারত। শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। প্রথম উইকেটে ১১১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুই ওপেনার। ৩২ বলে ৪৪ রান করে আউট হন রোহিত। লাহিরু কুমারার বলে বোল্ড হন তিনি। মাত্র ৫৬ বলে ৮৯ রানের দারুণ ইনিংস খেলেন ইশান। দাশুন শনকার বলে আউট হয়ে ফেরেন তিনি। ২৮ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার। রবীন্দ্র জাদেজা চার তিন রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ১৯৯ রান তোলে ভারত।
চার ওভার বল করে ৪২ রান দিলেও উইকেট পাননি চামিরা। কুমারা চার ওভারে ৪৩ রান দিয়ে এক উইকেট পান। চার ওভারে ৪৬ রান দিয়েও উইকেট পাননি করুণারত্নে। ভাল বল করেন অধিনায়ক দাশুন শনকা। দুই ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট পান তিনি।
আরও পড়ুন: টি২০ র্যাঙ্কিংয়ে প্রথম ভারত, জানুন ৯১ টি দলের তালিকায় কারা কোথায়?
আরও পড়ুন: ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল, মুম্বইয়ে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কাকে প্রথম বলেই বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় উইকেটও নেন ভুবনেশ্বর। ১৩ রান করে আউট হন কামিল মিশ্রা। দুই উইকেট নেন ভেঙ্কটেশ আইয়ার। জয়ন্ত লিয়াঙ্গাকে ফেরান তিনি। ১৭ বলে ১১ রান করে আউট হন তিনি। উইকেটের সঙ্গে সঙ্গে রানের গতিও পড়তে থাকে শ্রীলঙ্কার। ৪৭ বলে ৫৩ রান করে নট আউট থাকলেও চরিথ আসালাঙ্কার লড়াই কাজে আসেনি। কারণ অপর দিক থেকে উইকেট পড়তে থাকে। উইকেট কিপার চান্ডিমাল ৯ বলে ১০ রান করে আউট হন তিনি। ব্যর্থ হন অধিনায়ক দাশুন শনকাও। ৩ রান করে ফেরেন তিনি। ১৪ বলে ২১ রান করেন চামিকা করুনারত্নে। দুশমন্ত চামিরা ১৪ বলে ২৪ রান করে আউট হন। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় মাত্র ১৩৭ রানে। ছয় উইকেট হারায় তারা।