এশিয়া কাপ (Asia Cup 2023) চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরেছে ভারতীয় দল (Team India)। তবে আর একটু হলেই সমস্যায় পড়তে হত ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma)। কারণ, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হোটেলের ঘরেই ফেলে এসেছিলেন তাঁর পাসপোর্ট।
পাসপোর্ট ভুলে গেলেন রোহিত
বিমানবন্দরে যাওয়ার আগে বাসে উঠে পড়লেও পাসপোর্ট নিয়ে যেতেই ভুলে গিয়েছিলেন রোহিত। ঠিক তখনই ছুটে এসে হোটেলের এক কর্মী জানান, নিজের পাসপোর্টই হোটেলের ঘরে ভুলে ফেলে রেখে এসেছেন রোহিত। এ কথা শুনে হাসির রোল ওঠে বাসে। লজ্জায় পড়ে যান রোহিত নিজেই। আর একটু হলে দেশে ফেরাই হচ্ছিল না তাঁর। শেষ মুহূর্তে বেঁচে যান ভারত অধিনায়ক। একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, রোহিত যখন টিম বাসে উঠতে যাচ্ছেন, ঠিক তখনই পিছন থেকে এক কর্মী তাঁকে ডাকেন।
তিনি জানান, হোটেলের ঘরে পাসপোর্ট ভুলে গিয়েছেন রোহিত। এ কথা শুনে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ রোহিতকে বলেন, গিয়ে পাসপোর্ট নিয়ে আসতে। তাঁরা অপেক্ষা করবেন। তবে রোহিত মাঝেমধ্যেই নানা জিনিস ভুলে যান। এর আগেও এক বার নাকি নিজের পাসপোর্ট নিতে ভুলে গিয়েছিলেন রোহিত। সে বারও শেষ সময়ে দৌড়তে হয়েছিল তাঁকে। পাশাপাশি বিভিন্ন সময়, কখনও হেড ফোন, কখনও বা মোবাইলও ভুলে ফেলে এসেছেন তিনি। এ কথা জানা গিয়েছিল, সতীর্থ বিরাট কোহলির এক সাক্ষাৎকারে।
মুম্বই পৌঁছে গেলেন ভারতীয় দলের সদস্যরা
সোমবারই মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছান ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে বেশিদিন বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তাঁদের সামনে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল। শুক্রবার থেকেই শুরু হচ্ছে এই সিরিজ। ২২ সেপ্টেম্বর মোহালিতে প্রথম এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। ২৪ সেপ্টেম্বর ইনদোরে হবে ম্যাচ। ২৭ সেপ্টেম্বর রাজকোটে হবে তৃতীয় ম্যাচ।
২০১১ সালের বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেবার চ্যাম্পিয়ন হয় ভারত। এবারেও ভারতেই অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। ফলে এবারেও ভারতের জেতার সুযোগ থাকবে বলে মনে করা হচ্ছে। ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে ৮ অক্টোবর। প্রথম ম্যাচেই ভারতের সামনে অস্ট্রেলিয়া। ১৪ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।