অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী কাতারের মুখোমুখি হয়েছিল ভারত। গত ম্যাচে ব্রুনেইকে উড়িয়ে দেওয়া কাতার যে কঠিন প্রতিপক্ষ তা বলার অপেক্ষা রাখে না। সেই দলের বিরুদ্ধে লড়ে হারল ভারতের অনুর্দ্ধ-২৩ দল।
শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করলেও, দ্রুত ম্যাচের হাল ধরে কাতার। নববই মিনিট দূরজ লড়াইয়ের পরেও হার মানতে হল নওশাদ মুসার দলকে। ম্যাচে ৫১ শতাংশ বল পচিশন রেখেও কাতারের কাছে ২-১ গোলে হার ভারতের। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন মহম্মদ সুহেল। এই পরাজয়ের পর ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ভারত।
শুরু থেকে আক্রমণের চাপ বজায় রেখেছিল ভারত। ৬ মিনিটে কাতারের রক্ষণে পরপর দু'বার হানা দিয়েছিল ভারত। সানান এবং সুহেলের দুটি শট কাত্রার গোলরক্ষককে পরীক্ষার মুখে ফেলেছিল। ১৯ মিনিটে গোলরক্ষক সাহিল পুনিয়ার দুর্দান্ত একটি সেন্ড ভারতের পতন রোধ করে। যদিও কয়েক সেকেন্ডের ব্যবধানে। গোল করে এগিয়ে যায় কাতার। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে একটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পরেনি ভারতীয় আক্রমণভাগ।
দ্বিতীয়ার্ধে খেলার গতি বদলে ম্যাচে ফেরার চেষ্ট করেন নওশাদ মুসা। কাজও হয়। ৫২ মিনিটে গোল করে ভারতকে সমতায় ফেরান মহম্মদ সুহেল। বাঁ গ্রাজ থেকে বক্ষের মধ্যে দুর্নীয় একটি ফ্লাস রেখেছিলেন সানান। নিখুঁত হেডারে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে ছড়িয়ে দেন সুহেল। যদিও। যদিও ভারতীয় শিবিরের হাসি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে ফের কাতারকে এগিয়ে দেন মহম্মদ আলহারশানি। ম্যাচের শেষ কয়েক মিনিট গোল পরিশোধের মরিয়া চেষ্টা চালায় ভারত। যদিও শেষ পর্যন্ত কাজের কাজটা হয়নি। কাতারের বিরুদ্ধে ২-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয় নওশান মুসর ভারতকে। ভারতের পরের ম্যাচ ১ সেপ্টেম্বর ব্রুনেইয়ের বিরুদ্ধে।