scorecardresearch
 

India Cricketer Richa Ghosh Special Gift: বাড়ি ফিরলেই রিচাকে লাক্সারি গাড়ি গিফট করছেন বাবা, কী গাড়ি?

India Cricketer Richa Ghosh Special Gift: রবিবারই প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ফিনিশার হিসেবে জেমাইমা রডরিগেজের সঙ্গে ম্যাচ বের করে নিয়ে এসেছেন। চোখে এখন কাপজয়ের স্বপ্ন। কদিন আগেই দেশকে প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জিতিয়েছেন। এবার মিশন সিনিয়র টি২০ দলের হয়ে বিশ্বকাপ জেতা। তার মাঝখানে রিচার জন্য় বিশেষ গিফট বুক করলেন বাবা। কী সেই গিফট?

Advertisement
বাড়ি ফিরলেই বিশেষ গাড়ি উপহার পাবেন রিচা, কী গাড়ি বুক করলেন বাবা? বাড়ি ফিরলেই বিশেষ গাড়ি উপহার পাবেন রিচা, কী গাড়ি বুক করলেন বাবা?
হাইলাইটস
  • বাড়ি ফিরলেই বিশেষ গাড়ি উপহার পাবেন রিচা
  • রিচার পছন্দ মাহিন্দ্রা থার
  • থারের মতোই অপ্রতিরোধ্য তিনি নিজেও

India Cricketer Richa Ghosh Special Gift: কদিন আগেই দেশকে প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলা টি২০ (Under-19 Women World Cup) বিশ্বকাপ জিতিয়েছেন। এবার মিশন সিনিয়র টি২০ দলের হয়ে (T20 World Cup Women 2023) বিশ্বকাপ জেতা। রবিবারই প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (T20 World Cup Women 2023 India Vs Pakistan) সঙ্গে ফিনিশার হিসেবে জেমাইমা রডরিগেজের (Jemaima Rodrigues) সঙ্গে ম্যাচ বের করে নিয়ে এসেছেন। চোখে এখন কাপজয়ের স্বপ্ন। তার মধ্যেই আবার সোমবার মহিলা আইপিএলের নিলাম। তাতে তাঁর ভালরকমই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে চোখ এখন রিচা ঘোষের (Richa Ghosh)দিকেই। গোটা দেশের নতুন হার্টথ্রব রিচা কোন দল পাবেন, তাতে পাখির চোখ রয়েছে বাংলা তথা শিলিগুড়িরও (Siliguri)। 

আরও পড়ুনঃ হারার পরই পিচ নিয়ে সরব অস্ট্রেলিয়া ক্যাপ্টেন কামিন্স, কী বললেন?

মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) আদর্শ মেনে চলেন। ধোনির মত সফল ফিনিশার হতে চান বলে নিজেই একাধিকবার জানিয়েছেন। মহেন্দ্র সিং ধোনির মতোই ছোট শহর থেকে উঠে তিনি এখন আন্তর্জাতিক সেনসেশন। ইতিমধ্য়েই বিগ ব্যাশও  (Big Bash) খেলে ফেলেছেন। ধোনির মতোই ব্যাটের পাশাপাশি উইকেট কিপিং করেন। তবে তাঁর প্লাস পয়েন্ট তিনি বলটাও খারাপ করেন না। যদিও জাতীয় দলে তিনি কিপার হিসেবেই খেলেন। তবে বাংলা দলে বা জুনিয়র লেবেলে তিনি বলও করতেন। উইকেট নিয়েও বহু ম্যাচ ঘুরিয়েছেন। যদিও আপাতত ফোকাস উইকেট কিপিং এবং ব্যাটিংয়েই। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ উইনিং ইনিংসটা খেললেন বঙ্গতনয়া তারপর বলাই যায় ফিনিশার ধোনির মতই তিনিও দলকে নির্ভরতা দিচ্ছেন। তাঁর ২০ বলে ৩১ রানের ইনিংসটা না থাকলে জেমাইমাও শেষমেষ অতটা খুলে খেলতে পারতেন না, তা বিশ্লেষকরাও স্বীকার করেছেন। তিনিই কার্যত চাপটা আলগা করে দেন, হাইভোল্টেজ ম্যাচে যা নির্ণায়ক হয়ে দাঁড়ায়।

Advertisement

কিছুদিন আগেই মেয়েদের অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে গুরুত্ব পূর্ণ রোল প্লে করেছিলেন রিচা ঘোষ। দেশে ফিরে কলকাতা পর্যন্ত আসতে পেরেছিলেন। সেখান সিএবির সংবর্ধনার পরই ফের উড়ে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকায়।  তিতাস সাধু ও ঋষিতা বসুরা বাড়ি ফিরলেও ঘরে ফেরা হয়নি শিলিগুড়ির মেয়ের। আপাতত তাঁর অপেক্ষায় রয়েছে শিলিগুড়ি। ভারত দক্ষিণ আফ্রিকায় টি২০ বিশ্বকাপ জিতুক না জিতুক, তাঁকে নিয়ে মুগ্ধতার রেশ এখনও শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীদের মধ্যেও।

এই মুগ্ধতা তাঁর পরিবারের মধ্যেও। ইতিমধ্যেই তাঁকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পরই স্পেশাল গিফট দেওয়ার কথা ভেবেছে তাঁর পরিবার। বাবা মানবেন্দ্র ঘোষ। ইতিমধ্য়েই তাঁর জন্য রিচার পছন্দের গাড়ি বুক করে ফেলেছেন। তা নিয়ে এখনই খুব একটা উচ্চবাচ্য করতে না চাইলেও জানা গিয়েছে, রিচার পছন্দ মাহিন্দ্রা থর। রিচা বাড়ি ফিরলে সেই গাড়িটিরই তাঁর হাতে চাবি তুলে দেওয়া হবে। মার্চ-এপ্রিলে রিচা হয়তো বাড়ি ফিরতে পারে। তখনই তাঁকে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন মানবেন্দ্রবাবু। 

এর মধ্যে সোমবার আইপিএলের নিলাম। রিচার দর কত ওঠে, তা নিয়ে নজর রয়েছে শিলিগুড়িবাসীর। ঋদ্ধিমান সাহা ভারতের হয়ে দীর্ঘদিন টেস্ট ও কিছু ওয়ানডে খেলেছেন। কিন্তু বিশ্বকাপ খেলা তাঁর হয়নি। রিচা ইতিমধ্যেই দুটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। তৃতীয় বিশ্বকাপ খেলছেন। সেই অর্থে তিনিই শিলিগুড়ির প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপার। যদিও শিলিগু়ড়ি থেকে প্রথম বিশ্বকাপার হিসেবে প্রাক্তন জাতীয় হকি অধিনায়ক ভরত ছেত্রীর নাম লেখা রয়েছে।

 

Advertisement