India Vs Australia 1st Test: অস্ট্রেলিয়া, নাগপুর টেস্ট ম্যাচে এক ইনিংস এবং ১৩২ রানে হেরে গিয়েছে। ম্যাচের তৃতীয় দিনের লাঞ্চের মধ্যেই খেলা শেষ। চার ম্যাচের টেস্ট সিরিজের ভারত ১-০ তে এগিয়ে গিয়েছে। সিরিজে দ্বিতীয় টেস্ট দিল্লিতে ১৭ ফেব্রুয়ারি থেকে খেলা হবে।
কী বললেন প্যাট কামিন্স?
অস্ট্রেলিয়া টিমের হারার পরে ক্যাপ্টেন প্যাট কামিন্স বড় প্রতিক্রিয়া দিয়েছেন। প্যাট কামিনস জানিয়েছেন নাগপুর টেস্টের উইকেট ব্যাটিংয়ের জন্য যোগ্য ছিল। উইকেটে কোনও জুজু ছিল না। সঙ্গে তিনি ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভারতীয় টিমের প্রশংসা করেন। প্যাট কামিন্স নতুন স্পিনার টড মারফির প্রশংসা করেন।
আরও পড়ুনঃ দুর্ঘটনার পরে সামনে এল প্রথম পদক্ষেপের ছবি, কেমন আছেন ঋষভ পন্ত?
আমরা আরো স্নান করতে পারলে ভালো হতো
প্যাট কামিনস ম্যাচের শেষে বলেন যে, "আমরা যদি টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে আরও ১০০ রান বেশি করতে পারতাম, তাহলে খেলাটি লড়াই এর জায়গায় যেত। সত্যি কথা বলতে ভারতীয় দল আমাদের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে। যখন পিচে বল ঘুরতে থাকে, তখন ভারতীয় স্পিনাররা সব সময়ই কঠোর পরিশ্রম করেন। পিচে বল ঘুরেছে, কিন্তু খেলার অযোগ্য ছিল না। যদি আমরা আরও ১০০ রান করতে পারতাম তাহলে ভারতীয় দলকে চাপে রাখা যেত।
খেলোয়াড়দের বড় স্কোর করতে হবে
কামিন্স যদিও জোর দিয়ে বলেন যে এই সিরিজে ভালো ফল করতে হলে কিছু ইতিবাচক জিনিস এই টেস্ট ম্যাচ থেকে আমাদের গ্রহণ করতে হবে। যেমন প্রথম ইনিংসে ৪৯ রান করেন লাবুশানে। সেখানে টড মারফি নিজের প্রথম টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তিনি বলেন খুব স্বাভাবিকভাবে এখান থেকে নতুন করে শুরু করা কঠিন। কিন্তু আমাদের এক-একজন খেলোয়াড় মাঠে এসেছেন এবং আউট হয়ে গিয়েছেন। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের বড় স্কোর করতে হবে।নিজের মতো করে পরিস্থিতি সামাল দিতে হবে। মারফি নিজের প্রথম ম্যাচে খুব ভালো পারফর্ম করেছে।
প্রথম টেস্ট এক ঝলকে
টস জিতে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৫ উইকেট নেন। এর জবাবে ভারতীয় দল ব্যাট করতে নেমে ৪০০ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ১২০, অক্ষর প্যাটেল ৮৮ এবং রবীন্দ্র জাদেজা ৭০ রান করেন। ভারত প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নেয়। যার কাছাকাছি যাওয়া তো দূরের কথা অস্ট্রেলিয়া মাত্র ৯২ রানেই সব ক'টি উইকেট হারিয়ে ফেলে। দুর্দান্ত ৭০ রান এবং প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।