Advertisement

IPL 2021 : সাত উইকেটে জয় দিল্লির, গুরু ধোনিকে বাজিমাত শিষ্য পান্থের

Aajtak Bangla | মুম্বই | 10 Apr 2021, 11:10 PM IST

Chennai Super Kings (CSK) vs Delhi Capitals (DC) Live Cricket Score IPL 2021 T20:এ কী হাল চেন্নাই সুপার কিংসের! কথায় আছে, ক্যাচ মিস করলে নাকি ম্যাচটাও হাতের বাইরে বেরিয়ে যায়। আজ তারই প্রত্যক্ষ প্রমান দেখতে পাওয়া গেল। ১৮৮ রান নিয়েও ম্যাচ জিততে পারল না চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ব্যাটিং করলেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। আজ এই দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেছেন। ফলাফল যা হওয়ার তাই হল। আইপিএল ২০২১-র দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস।

11:11 PM(4 years ago)

ঋষভ পান্থের ব্যাটে এল উইনিং স্ট্রোক

Posted by :- koushik

এ কী হাল চেন্নাই সুপার কিংসের! কথায় আছে, ক্যাচ মিস করলে নাকি ম্যাচটাও হাতের বাইরে বেরিয়ে যায়। আজ তারই প্রত্যক্ষ প্রমান দেখতে পাওয়া গেল। ১৮৮ রান নিয়েও ম্যাচ জিততে পারল না চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ব্যাটিং করলেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। আজ এই দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেছেন। ফলাফল যা হওয়ার তাই হল। আইপিএল ২০২১-র দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস।

11:10 PM(4 years ago)

আউট!!

Posted by :- koushik

১৮.৩ ওভারে শার্দূল ঠাকুরের বলে স্যাম কারেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মার্কাস স্টোয়েনিস। ৯ বলে তিনি ১৪ রান করলেন।

11:04 PM(4 years ago)

১৭ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৭২-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন মার্কাস স্টোয়েনিস - ৪ এবং ঋষভ পান্থ - ৭। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৪ রান দিয়ে এক উইকেট তুলে নিলেন।

11:00 PM(4 years ago)

আউট!!

Posted by :- koushik

অল্পের জন্য শতহার হাতছাড়া করলেন শিখর ধাওয়ান। আজ তিনি ৫৪ বলে ৮৫ রান করে ফিরে গেলেন। ১০টি বাউন্ডারি এবং দুটো ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫৭.৪। ১৬.৩ ওভারে শার্দূল ঠাকুরের বলে LBW হয়ে তাঁকে ফিরতে হয়।

Advertisement
10:51 PM(4 years ago)

১৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৫৮-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৭৭ এবং ঋষভ পান্থ - ৭। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৭ রান দিলেন।

10:47 PM(4 years ago)

১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৫১-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৭২ এবং ঋষভ পান্থ - ৬। এই ওভারে বল করলেন দীপক চহ্বার। তিনি ১২ রান দিলেন।

10:41 PM(4 years ago)

১৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৩৯-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬৬ এবং ঋষভ পান্থ - ০। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৩ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন। সবথেকে বড় কথা, ওপেনিং পার্টনারশিপটা ভাঙলেন।

10:39 PM(4 years ago)

আউট!!

Posted by :- koushik

অবশেষে ফিরে যেতে হচ্ছে পৃথ্বী শ"কে। আজ তিনি ৩৮ বলে ৭২ রান করেন। দুটো ক্যাচে জীবনদান পেলেও, তৃতীয়বার হাত ছাড়া করলেন না মইন আলি। ব্রাভোর বল শটটা মারতে গিয়ে কিছুটা নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। সেকারণে শটটা বাউন্ডারি টপকালো না। পৃথ্বী আজ ৯টা বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন। স্ট্রাইক রেট ১৮৯.৪৭।

10:33 PM(4 years ago)

১৩ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৩৬-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬৪ এবং পৃথ্বী শ - ৭১। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ১৫ রান দিলেন।

Advertisement
10:28 PM(4 years ago)

১২ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১২১-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৬২ এবং পৃথ্বী শ - ৫৯। এই ওভারে বল করলেন ডোয়েন ব্রাভো। তিনি ৮ রান দিলেন।

10:23 PM(4 years ago)

১১ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১১৩-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৫৬ এবং পৃথ্বী শ - ৫৭। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৪ রান দিলেন।

10:21 PM(4 years ago)

হাফসেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান

Posted by :- koushik

৩৫ বলে নিজের হাফসেঞ্চুরি করলেন শিখর ধাওয়ান। এগিয়ে এসে করমর্দন করলেন পৃথ্বী শ।

10:19 PM(4 years ago)

দশম ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৯৯-০

Posted by :- koushik
উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৪৬ এবং পৃথ্বী শ - ৫২। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ১৩ রান দিলেন।
10:18 PM(4 years ago)

হাফসেঞ্চুরি করলেন পৃথ্বী শ

Posted by :- koushik

আজ ২৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন পৃথ্বী শ। দুর্দান্ত ব্যাটিং করলেন তিনি।

Advertisement
10:15 PM(4 years ago)

নবম ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৮৬-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩৮ এবং পৃথ্বী শ - ৪৭। এই ওভারে বল করলেন রবীন্দ্র জাদেজা। তিনি ১১ রান দিলেন।

10:11 PM(4 years ago)

অষ্টম ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭৫-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩৪ এবং পৃথ্বী শ - ৪০। এই ওভারে বল করলেন মইন আলি। তিনি ৫ রান দিলেন।

10:10 PM(4 years ago)

সপ্তম ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭০-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ৩২ এবং পৃথ্বী শ - ৩৮। এই ওভারে বল করলেন রবীন্দ্র জাদেজা। তিনি ৫ রান দিলেন।

10:09 PM(4 years ago)

ষষ্ঠ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৬৫-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২৯ এবং পৃথ্বী শ - ৩৬। এই ওভারে বল করলেন দীপক চহ্বার। তিনি ৭ রান দিলেন।

9:54 PM(4 years ago)

পঞ্চম ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫৮-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২৭ এবং পৃথ্বী শ - ৩১। এই ওভারে বল করলেন শার্দূল ঠাকুর। তিনি ১৭ রান দিলেন।

Advertisement
9:54 PM(4 years ago)

চতুর্থ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪১-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন শিখর ধাওয়ান - ২২ এবং পৃথ্বী শ - ১৯। এই ওভারে বল করলেন স্যাম কারেন। তিনি ১৭ রান দিলেন।

Load More
Advertisement