GT vs RR, IPL Play off 2022: ইডেনে আজ IPL প্লেঅফ ম্যাচ, কখন, কোথায়, কীভাবে দেখবেন ম্যাচ?

দারুণ ছন্দে রয়েছেন জস বাটলার। অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার তিনি। ভাল বল করছেন যুজবেন্দ্র চাহালও। দরকার মত ব্যাট ও বল হাতে কাজের কাজটা করে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে দীর্ঘদিন ফর্মে না থাকলেও এই মরশুমে দারুণ ভাবে ফিরে এসেছেন হার্দিক পান্ডিয়া। ওপেনে নেমে দারুণ ব্যাট করছেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল জুটি। ভাল বল করছেন মহম্মদ শামি, লকি ফার্গুসন ও রশিদ খানরা।  

Advertisement
ইডেনে আজ IPL প্লেঅফ ম্যাচ, কখন, কোথায়, কীভাবে দেখবেন ম্যাচ?হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসন
হাইলাইটস
  • ইডেনে প্রথম প্লে অফ
  • গুজরাতের মুখোমুখি রাজস্থান

মঙ্গলবার আইপিএল-এর প্রথম প্লে অফের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলতে নামবে আইপিএল-এর গ্রুপ পর্যায়ের প্রথম দুই দল গুজারাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (rajasthan Royals)। এই ম্যাচে হেরে গেলে আরও একবার ফাইনালে ওঠার সুযোগ পাবে দুই দলই। তবুও এই ম্যাচ জিতেই আমদাবাদের টিকিট নিশ্চিত করতে চাইবে তারা। এই মরশুমে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে গুজরাত টাইটান্স ৩৭ রানে জয় পায়। এখনও অবধি ১৪টা ম্যাচ খেলেছে দুই দলই। গুজরাত জিতেছে ১০টি ম্যাচ। হেরেছে চারটিতে। ২০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। অন্যদিকে ১৪টি ম্যাচের মধ্যে ৯টি জিতেছে রাজস্থান। হেরেছে ৫টি ম্যাচে। ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফে উঠেছে রাজস্থান। 


কাদের দিকে নজর থাকবে
দারুণ ছন্দে রয়েছেন জস বাটলার। অরেঞ্জ ক্যাপের অন্যতম দাবিদার তিনি। ভাল বল করছেন যুজবেন্দ্র চাহালও। দরকার মত ব্যাট ও বল হাতে কাজের কাজটা করে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে দীর্ঘদিন ফর্মে না থাকলেও এই মরশুমে দারুণ ভাবে ফিরে এসেছেন হার্দিক পান্ডিয়া। ওপেনে নেমে দারুণ ব্যাট করছেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল জুটি। ভাল বল করছেন মহম্মদ শামি, লকি ফার্গুসন ও রশিদ খানরা।  

পিচ কেমন

সিএবি সূত্রের দাবি, পিচ খুব ভাল হয়েছে। ইডেনের পিচের চরিত্র বদলে গিয়েছে। বাউন্স থাকবে উইকেটে। প্রায় সমান সুবিধা পাবেন ব্যাটার এবং বোলাররা। শুরুতে ভাল ব্যাট করতে পারলে ১৬০-১৮০ রান করতে সমস্যা হওয়ার কথা নয়।      

কখন শুরু খেলা
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের প্লে অফের ম্যাচ। টস সন্ধ্যা সাতটায়। প্লে অফের দুটি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 

আরও পড়ুন: ইডেনে প্লেঅফে RR vs GT, শেষ মুহূর্তের প্রস্তুতি দেখলেন সৌরভ, PHOTOS

আরও পড়ুন: ম্যাচ দেখে ফিরবেন কীভাবে? চিন্তা নেই, এই স্টেশনগুলি থেকে চলবে স্পেশাল ট্রেন

Advertisement

কোথায় দেখা যাবে প্লে অফের ম্যাচ?
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে ম্যাচ। মোবাইলে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই খেলা।

POST A COMMENT
Advertisement