scorecardresearch
 

IPL 2022: কেমন হল Kolkata Knight Riders এর দল

নিলামে দারুণ শুরু করেছিল কলকাতা। শুরুতেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে নিয়েছিল তারা। মেগা নিলামের প্রথম দিনে পাঁচ জন ক্রিকেটারকে দলে নিয়েছিল তারা। শ্রেয়সের পর প্যাট কামিন্স, নীতিশ রানা, শিবম মাভি ও শেল্ডন জ্যাকসনকে কিনে নেয় শাহরুখ খানের দল। নিলামে নামার আগে খুব বেশি টাকাও ছিল না কলকাতার হাতে। মাত্র ১২ কোটি ৬৫ লক্ষ টাকা নিয়ে নিলামের টেবিলে বসেন আরিয়ান খান, ভেঙ্কি মাইসোররা। তা সত্ত্বেও বেশ ভাল দল গড়েছে তারা। আগেই চার ক্রিকেটারকে ধরে রেখেছিল কেকেআর। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুন চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছিল তারা।

Advertisement
শ্রেয়স আইয়ার শ্রেয়স আইয়ার

আইপিএল-এর মেগা নিলামে দশটি ফ্র্যাঞ্চেইজি নিজেদের দল গুছিয়ে নিয়েছে। কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) তাদের দল গুছিয়ে ফেলেছে। ২৬ মার্চ কেকেআর-এর প্রথম খেলা মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে। গত মরশুমেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। শেষ হাসি হাসেন মাহিই। ২০১৪ সালের পর আর ট্রফি নেই তাদের দখলে। তাই এবার শক্তিশালী দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল গড়েছে কেকেআর। 

নিলামে দারুণ শুরু করেছিল কলকাতা। শুরুতেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে নিয়েছিল তারা। মেগা নিলামের প্রথম দিনে পাঁচ জন ক্রিকেটারকে দলে নিয়েছিল তারা। শ্রেয়সের পর প্যাট কামিন্স, নীতিশ রানা, শিবম মাভি ও শেল্ডন জ্যাকসনকে কিনে নেয় শাহরুখ খানের দল। নিলামে নামার আগে খুব বেশি টাকাও ছিল না কলকাতার হাতে। মাত্র ১২ কোটি ৬৫ লক্ষ টাকা নিয়ে নিলামের টেবিলে বসেন আরিয়ান খান, ভেঙ্কি মাইসোররা। তা সত্ত্বেও বেশ ভাল দল গড়েছে তারা। আগেই চার ক্রিকেটারকে ধরে রেখেছিল কেকেআর। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুন চক্রবর্তী ও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছিল তারা।

শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করেছে কেকেআর। তবে দল থেকে বাদ পড়েছেন ইয়ন মর্গ্যান, দীনেশ কার্ত্তিকের মত ক্রিকেটারদের। দলে এসেছেন অজিঙ্কা রাহানে। রঞ্জি ট্রফিতে ফর্মে না থাকলেও ২০২১ সালের মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে পাঁচ ম্যাচে ২৮৬ রান করেছিলেন রাহানে। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে কী ভাবে ব্যবহার করেন শ্রেয়স সেটাই এখন দেখার। তবে যদি বিজয় হাজারে ট্রফির কথা বলতে হয় তবে বলতেই হবে হায়দ্রাবাদের তন্ময় আগারওয়ালের কথা। তিনিই সেই মরশুমে সবচেয়ে বেশি রান করেছিলেন। তবে নিলামে কোনও দল পাননি তিনি। সাত ম্যাচে ৩৩৪ রান করেও অবিক্রীত থেকে গিয়েছিলেন তন্ময়। 

Advertisement

আরও পড়ুন: Dhoni-Sakshi: ক্রিকেটারের স্ত্রী হওয়ার অভিজ্ঞতা কেমন? জানালেন সাক্ষী ধোনি

আরও পড়ুন: গোয়ায় বিয়ে করলেন রাহুল চাহার, পাত্রী কে জানেন? দেখুন

আইপিএল-এ কেকেআর-এর দল:  শ্রেয়স আইয়ার (অধিনায়ক), প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, রিংকু সিং, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, রমেশ কুমার, প্রথম সিং, শেলডন জ্যাকসন, স্যাম বিলিংস, বাবা ইন্দ্রজিৎ, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, শিবম মাভি, মহম্মদ নবী, অনুকূল রায়, চমিকা করুনারত্নে, আমান খান, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, রাসিখ দার, টিম সাউদি, অশোক শর্মা।   
   

 

Advertisement