scorecardresearch
 

IPL 2022 Playoffs Date : IPL-এর প্লেঅফের দিনক্ষণ ঘোষণা, কবে কোথায় ম্যাচ?

কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ২৪ তারিখ হতে চলেছে কোয়ালিফায়ার ১-এর খেলা। এরপর ২৫ তারিখ ইডেনেই হবে এলিমিনেটরের খেলা। ২৭ তারিখ কোয়লিফায়ার ২-এর খেলা হবে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর ২৯ তারিখ সেখানেই হবে ফাইনাল (IPL Final)।

Advertisement
IPL Trophy IPL Trophy
হাইলাইটস
  • আইপিএল-এর প্লেঅফ কবে?
  • জানিয়ে দিল বোর্ড
  • ম্যাচ হবে ২ জায়গায়

আইপিএল টুর্নামেন্ট (IPL 2022) প্রায় শেষের পথে। এবার প্লে-অফের সময়সূচি ও স্থান ঘোষণা করল বিসিসিআই (BCCI)। আইপিএল-এর প্রকাশিত প্রেস নোট অনুযায়ী আগামী ২৪ থেকে ২৯ মে-এর মধ্যে কলাকাতা ও আহমেদাবাদে হতে চলেছে প্লে-অফের খেলা। 

কলকাতার ইডেন গার্ডেন্সে আগামী ২৪ তারিখ হতে চলেছে কোয়ালিফায়ার ১-এর খেলা। এরপর ২৫ তারিখ ইডেনেই হবে এলিমিনেটরের খেলা। ২৭ তারিখ কোয়লিফায়ার ২-এর খেলা হবে গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর ২৯ তারিখ সেখানেই হবে ফাইনাল (IPL Final)। 

বর্তমানে মহারাষ্ট্রে চলছে আইপিএল-এর লিগের খেলা। মুম্বইয়ের ২টি এবং নভি মুম্বই ও পুনের ১টি করে স্থানে হচ্ছে খেলা। মুম্বইয়ের  ওয়াংখেড়ে এবং ব্রেবোর্ন স্টেডিয়াম, নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম এবং পুনের গাহুঞ্জে এমসিএ স্টেডিয়াম আয়োজিত হয়েছে সমস্ত ম্যাচ। আর এবার প্লে-অফ ও ফাইনালের জায়গাও ঘোষণা করে দিল বোর্ড। 

আরও পড়ুনলটারিতে ৩৬০০ কোটি পেলেন ব্যক্তি, টাকা পেতে মানতে হবে আজব শর্ত

 

Advertisement