IPL 2022: প্লে অফের লড়াই জমাল PBKS, রাস্তা কঠিন KKR-এর

দিল্লি ক্যাপিটালস (DC) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) পয়েন্ট ৮। যেখানে নবম স্থানে থাকা চেন্নাই সুপার কিংস (CSK) দলের রয়েছে ৬ পয়েন্ট। এর মধ্যে দিল্লি ও চেন্নাইয়ের পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে। যেখানে কলকাতাকে খেলতে হবে ৪টি ম্যাচ। এইভাবে, রাজস্থান দল যদি তিন নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তবে চতুর্থ নম্বর দলের জন্য এই ৬টি দলের মধ্যে লড়াই দেখা যেতে পারে।

Advertisement
প্লে অফের লড়াই জমাল PBKS, রাস্তা কঠিন KKR-এরআইপিএল ট্রফি
হাইলাইটস
  • চারটি ম্যাচ রয়েছে কেকেআর-এর হাতে
  • গুজরাতকে হারাল পঞ্জাব

আইপিএল-এ প্লে অফে যাওয়ার লড়াই জমিয়ে দিল পঞ্জাব কিংস (Punjab Kings)। টেবিলের সবার উপরে থাকা নতুন দল গুজরাত টাইটানসকে (Gujarat Titans) হারিয়ে চমক দিয়েছে পঞ্জাব কিংস। এর ফলে জমে গিয়েছে এবারের আইপিএল। কলকাতা নাইট রাইডার্সের সামনে এবার লড়াই আরেও কঠিন। প্লে অফ নিশ্চিত করতে হলে বাকি চার ম্যাচেই জিততে হবে শ্রেয়াস আইয়ারদের।   

প্রথম দল হিসেবে ইতিমধ্যেই এবারের আইপিএল-এ প্লে অফের যাওয়ার রাস্তা পাকা করে ফেলেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। দুই নম্বরে রয়েছে এবারের আইপিএল-এ নতুন যোগ দেওয়া আরও একটি দল। লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। গুজরাতের পয়েন্ট এই মুহূর্তে ১৬। আর লখনউ-এর পয়েন্ট ১৪। তারাও প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে। 

প্লে অফে যাওয়ার থেকে কিছুটা দূরে রয়েছে রাজস্থান রয়্যালস। ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সঞ্জু স্যামসনের দল (Sanju Samson)। তবে বাকি চার ম্যাচে অন্তত দুটিতে জিততে হবে তাদের। তবে মূল লড়াই চলছে চতুর্থ স্থান নিয়ে। সেই লড়াইয়ে রয়েছে ছ'টি দল। 

বর্তমান পরিস্থিতিতে পয়েন্ট টেবিলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলে তিন দলই ধরে রেখেছে। এই দলগুলো হল সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH), পাঞ্জাব কিংস (PBKS) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। এই তিনটি  দলের পয়েন্ট সমান। তিনটি দলই রয়েছে ১০ পয়েন্টে। যথাক্রমে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সংখ্যা দখল করে। এতে হায়দরাবাদ দলের ৫টি এবং বাকি দুটি দলের ৪টি করে ম্যাচ বাকি রয়েছে।

আরও পড়ুন: দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের তলায় অরুণ, কী করতে চান বুলবুল?

এই তিন দলের পর দিল্লি ক্যাপিটালস (DC) এবং কলকাতা নাইট রাইডার্সের (KKR) পয়েন্ট ৮। যেখানে নবম স্থানে থাকা চেন্নাই সুপার কিংস (CSK) দলের রয়েছে ৬ পয়েন্ট। এর মধ্যে দিল্লি ও চেন্নাইয়ের পাঁচটি করে ম্যাচ বাকি রয়েছে। যেখানে কলকাতাকে খেলতে হবে ৪টি ম্যাচ। এইভাবে, রাজস্থান দল যদি তিন নম্বর দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তবে চতুর্থ নম্বর দলের জন্য এই ৬টি দলের মধ্যে লড়াই দেখা যেতে পারে। 

Advertisement

POST A COMMENT
Advertisement