scorecardresearch
 

Sourav Ganguly, IPL 2022: IPL-এ খেলা এই বোলারের সুযোগ হতে পারে জাতীয় দলে, জানালেন সৌরভ

দুই পেসারের কথা উল্ল্যেখ করেছেন সৌরভ। সানরাইজার্স হায়দরাবাদের জোরে বোলার উমরান মালিকের (Umran Malik) পাশাপাশি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কুলদীপ সেনের (Kuldeep Sen) বোলিংয়েও মুগ্ধ বাংলার মহারাজ। এবারের আইপিএল-এ গতি দিয়ে সকলকে চমকে দিয়েছেন কাশ্মীরের যুবক উমরান। প্রতি ঘন্টায় ১৫৭ কিলোমিটার বেগে বল করা এই বোলার নিয়ে সৌরভ বলেন, ''ঘণ্টায় ১৫০ কিলমিটারের উপরে ক'জন বল করতে পারে? উমরান ভারতীয় দলে সুযোগ পেলেও অবাক হব না। তবে ওকে সাবধানে ব্যবহার করতে হবে।''     

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায়, ছবি- পিটিআই সৌরভ গঙ্গোপাধ্যায়, ছবি- পিটিআই
হাইলাইটস
  • উমরানের বোলিংয়ে মুগ্ধ সৌরভ
  • কুলদীপ সেনকেও প্রশংসায় ভরালেন সৌরভ

আইপিএল (IPL 2022) বরাবরই তারকাদের জন্ম দেয়। তরুণ ক্রিকেটারদের কাছে এটা একটা বিরাট বড় মঞ্চ। অনেকেই আইপিএল-এ ভাল খেলার সুবাদে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়েছেন। এবারের আইপিএল-এও তার অন্যথা হয়নি। বেশ কয়েকজন আনক্যাপড ক্রিকেটার এবারেও যথেষ্ট নজর কেড়েছেন। এমনকি বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) বেশ খুশি তাদের ধারাবাহিকতায়। পরবর্তীকালে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন তাঁরা। এমনটাও মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

দুই পেসারের কথা উল্ল্যেখ করেছেন সৌরভ। সানরাইজার্স হায়দরাবাদের জোরে বোলার উমরান মালিকের (Umran Malik) পাশাপাশি রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কুলদীপ সেনের (Kuldeep Sen) বোলিংয়েও মুগ্ধ বাংলার মহারাজ। এবারের আইপিএল-এ গতি দিয়ে সকলকে চমকে দিয়েছেন কাশ্মীরের যুবক উমরান। প্রতি ঘন্টায় ১৫৭ কিলোমিটার বেগে বল করা এই বোলার নিয়ে সৌরভ বলেন, ''ঘণ্টায় ১৫০ কিলমিটারের উপরে ক'জন বল করতে পারে? উমরান ভারতীয় দলে সুযোগ পেলেও অবাক হব না। তবে ওকে সাবধানে ব্যবহার করতে হবে।''     

কুলদীপ সেনকে নিয়েও মুগ্ধ সৌরভ। তিনি বলেন, ''আমি কুলদীপের কথাও বলব। ডেথ ওভারে ও দারুণ বল করেছে। নির্বাচকরা ওর নাম ভাবতেই পারে।'' 

এবারের আইপিএল-এ ভাল বল করেছেন বিভিন্ন দলের বোলাররা। তা নিয়েও দারুণ খুশি সৌরভ। তিনি বলেন, ''মুম্বই ও পুনের উইকেটে ভাল বাউন্স রয়েছে। আর সেটা কাজ করছে। স্পিনাররাও ভাল বল করছে।''

আরও পড়ুন: এক ফ্রেমে ধোনি-কার্স্টেন, ফিরল ২০১১ বিশ্বকাপ জয়ের স্মৃতি

আরও পড়ুন: রিয়ান পরাগের উপর হঠাৎ ক্ষুব্ধ নেটিজেনরা

উমরান এখনও ১২ ম্যাচে ১৮টি উইকেট পেয়েছেন উমরান। গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। তাঁর এই অবাক করা পেসে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররাও। অন্যদিকে রাজস্থানের হয়েও ভাল বল করেছেন কুলদীপ। সাত ম্যাচে আট উইকেট পেয়েছেন কুলদীপ সেন। ডেথ ওভারে মারমুখী ব্যাটারদের শান্ত করেছেন তিনি। 

Advertisement

Advertisement