scorecardresearch
 

IPL 2023 Andre Russell Injury: চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রাসেল, খেলতে পারবেন MI-এর বিরুদ্ধে?

মরশুমের শুরু থেকে কোনও ম্যাচেই বল করতে দেখা যাচ্ছিল না আন্দ্রে রাসেলকে (Andre Russell)। সমর্থকরা মনে করেছিলেন দলের স্পিনাররা ভালো বল করে দেওয়ায়, আর তার সঙ্গে দরকার মতো শার্দূল ঠাকুর (Shardul Thakur) বল করে দেওয়ায় দরকার হচ্ছে না রাসেলকে। তবে তিনি ফিট নন। সেটা বোঝা গেল তাঁর প্রথম ওভারেই। প্রথম ওভার করতে এসে সকলকে চমকে দেন রাসেল। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন তিনি।

Advertisement
আন্দ্রে রাসেল আন্দ্রে রাসেল
হাইলাইটস
  • চোট পেয়ে মাঠ ছাড়েন রাসেল
  • খেলতে পারবেন মুম্বইয়ের বিরুদ্ধে?

মরশুমের শুরু থেকে কোনও ম্যাচেই বল করতে দেখা যাচ্ছিল না আন্দ্রে রাসেলকে (Andre Russell)। সমর্থকরা মনে করেছিলেন দলের স্পিনাররা ভালো বল করে দেওয়ায়, আর তার সঙ্গে দরকার মতো শার্দূল ঠাকুর (Shardul Thakur) বল করে দেওয়ায় দরকার হচ্ছে না রাসেলকে। তবে তিনি ফিট নন। সেটা বোঝা গেল তাঁর প্রথম ওভারেই। প্রথম ওভার করতে এসে সকলকে চমকে দেন রাসেল। প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন তিনি।

এই অবধি সবটাই ঠিক চলছিল। কিন্তু এই ওভার শেষ হতেই পা ধরে বসে পড়তে দেখা যায় নাইট (Kolkata Knight Riders) তারকাকে। ওভার শেষের পর শুশ্রূষার জন্য ছুটে আসেন দলের ফিজিও-ডাক্তাররা। তাঁকে মাঠের বাইরে বের করে আনা হয়। প্রথমে পেশিতে টান ধরল, তার পর মাঠেই বসে পড়লেন। ওভার শেষ হতেই ফিজিয়ো এবং সাপোর্ট স্টাফের কাঁধে হাত দিয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়লেন। আশঙ্কা কাটিয়ে মাঠে আবার প্রত্যাবর্তন করলেন তিনি। একটা ক্যাচ নিলেন। একটি উইকেটও নিলেন। কিন্তু ফিটনেসের জন্য পুরনো রাসেলকে খুঁজে পাওয়া গেল না। ব্যাট করতে নেমেও ব্যর্থ তিনি। গোটা টুর্নামেন্টে চারটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কেকেআর-এর (KKR)। এখনও অবধি তাঁর রান ৩৫।

আরও পড়ুন: বাড়ির লোক চলে যেতেই প্রেমিকার সামনে বিধ্বংসী হ্যারি ব্রুক

সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে খেলতে নামার আগে রাসেল ফর্মে ফিরবেন বলে জানিয়ে দিয়েছিলেন লকি ফার্গুসন। বল হাতে সাফল্য পেলেও, শুক্রবার ম্যাচে ব্যাট হাতে বড় রান করার দরকার ছিল রাসেলের। তিনি আউট হলেন মাত্র ৩ রান করেই। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ফুরিয়ে গেলেন রাসেল? তাঁর চোট ঠিক কতটা গুরুতর তা নিয়ে এখনই কোনও বিবৃতি দেয়নি কেকেআর। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবেন রাসেল?

Advertisement

আরও পড়ুন: IPL থেকে ছিটকেই গেলেন শ্রেয়াস আইয়ার, দলে গুজরাতের তরুণ

সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে রবিবারই। তবে রাসেলকে নিয়ে জে বড়সড় অস্বস্তিতে পড়তে হল কেকেআর-কে সেটা বলাই যায়। শুক্রবারের ম্যাচ জিততে পারলে কলকাতা নাইট রাইডার্স শীর্ষে উঠতে পারত। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যাওয়ায় তারা চারেই রয়ে গেল। বরং দু'ধাপ লাফিয়ে সাত নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। আটে এবং নয়ে নেমে গেল যথাক্রমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স।      

Advertisement