IPL 2023 Arjun Tendulkar: সচিনের টিপস নিয়ে KKR-এর বিরুদ্ধে অভিষেক অর্জুনের

অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক করলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর। রঞ্জি ট্রফির অভিষেকেই দারুণ শুরু করেছিলেন অর্জুন। আর এবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা নন মাঠে টস করতে এলেন সূর্যকুমার যাদব। এরপরেও বিস্ময়ের আরও বাকি ছিল। ইমপ্যাক্ট সাব হিসেবে দলে আছেন রোহিত। 

Advertisement
বাবার টিপস নিয়ে KKR-এর বিরুদ্ধে অভিষেক সচিনপুত্রেরসচিন তেন্ডুলকর ও অর্জুন তেন্ডুলকর

অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে অভিষেক করলেন সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। রঞ্জি ট্রফির অভিষেকেই দারুণ শুরু করেছিলেন অর্জুন। আর এবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মা নন, মাঠে টস করতে এলেন সূর্যকুমার যাদব। এরপরেও বিস্ময়ের আরও বাকি ছিল। ইমপ্যাক্ট সাব হিসেবে দলে আছেন রোহিত। 

প্রথম ওভারেই বল হাতে অর্জুন

বহুদিন ধরেই মুম্বই দলে ছিলেন সচিনপুত্র। না খেললেও মুম্বই দলের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িয়ে সচিন। ম্যাচের আগে সচিনকে দেখা যায় অর্জুনকে কিছু পরামর্শ দিতে। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, প্রথম ওভার বল করারও সুযোগ অএয়ে যান অর্জুন। প্রথম ওভার বল করতে নেমে মাত্র ৫ রান দেন  তিনি। ভাই অর্জুনের খেলা দেখতে হাজির হন সচিন কন্যা সারা তেন্ডুলকরও। প্রথম ওভারে অর্জুন ভালো বল করায় তাঁকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।

সারা তেন্ডুলকর
সারা তেন্ডুলকর

আরও পড়ুন: চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রাসেল, খেলতে পারবেন MI-এর বিরুদ্ধে?

দারুণ স্যুইং করতে দেখা যায় অর্জুনকে। এদিন যদিও দলে নেই রোহিত শর্মা। পেটের সমস্যার জন্য দলে নেই তিনি। তাঁর জায়গায় মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করার সময় নামতে পারেন রোহিত। তিনি প্রথম ওভারেই অর্জুনকে নিয়ে আসেন তিনি। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার। 

আরও পড়ুন: 'ডোন্ট কেয়ার মানসিকতা নিয়ে নেমেছিলাম', KKR-কে হারিয়ে বিস্ফোরক ব্রুক

কলকাতা নাইট রাইডার্স (প্লেয়িং ইলেভেন): রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, এন জগদীসান, নীতীশ রানা (ক্যাপ্টেন), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্স সাব: সুয়শ শর্মা, ডেভিড উইজ, অনুকুল রায়, মনদীপ সিং, বৈভব অরোরা

মুম্বই ইন্ডিয়ান্স (প্লেয়িং ইলেভেন): ইশান কিশান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, অর্জুন টেন্ডুলকার, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, ডুয়ান জানসেন, রিলি মেরেডিথ

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্স সাব: রোহিত শর্মা, রমনদীপ সিং, আরশাদ খান, বিষ্ণু বিনোদ, কুমার কার্তিকেয়

   

POST A COMMENT
Advertisement