এই মরশুমের আইপিএল-এ (IPL 2023) অর্ধেক শেষ হয়ে গিয়েছে। অনেক তারকা ব্যাটারই পাওয়ার প্লেতে প্রচুর ডট খাচ্ছেন। সেই তালিকায় রয়েছেন কেএল রাহুল (KL Rahul), বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma) সহ অনেক কিংবদন্তি ক্রিকেটার। তালিকায় শীর্ষে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner)। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ৭ ম্যাচে পাওয়ারপ্লেতে ৬৮টি ডট বল খেলেছেন। ওয়ার্নার মোট ১৬৮ রান করেছেন।
এই তালিকায় দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের (LSG) কাইল মেয়ার্স। পাওয়ারপ্লেতে কাইল ৫৩টি ডট বল খেলেছেন। মোট সাত ম্যাচে ১৫০ রান করেছেন কাইল। ডট বল খেলার দিক থেকে তিন নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের (CSK) ডেভিড কনওয়ে। তিনি এখন পর্যন্ত ৪৭টি ডট বল খেলেছেন। একইসঙ্গে ব্যাট হাতে ৭ ম্যাচে ১৩৯ রান করেছেন। চতুর্থ স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) ইশান কিষাণ। পাওয়ারপ্লেতে তিনি ৪৭টি ডট বল খেলেছেন। ৭ ম্যাচে ১৪৮ রান করেছেন ইশানের ব্যাট। পাওয়ারপ্লেতে বল ফাঁকি দেওয়ার বিচারে পাঁচ নম্বরে রয়েছেন ফাফ ডু প্লেসিস। ফাফ খেলেছেন মোট ৮টি ম্যাচ। এখানে তিনি পাওয়ারপ্লেতে ৪৬টি ডট বল খেলেছেন। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ২০১ রান করেছেন ফাফ।
আরও পড়ুন:'আমার বিয়েতে নাচবেন বলেছেন শাহরুখ,' উচ্ছ্বসিত রিঙ্কু
ছয় নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। রাহুল ৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। এই ৭ ম্যাচে পাওয়ারপ্লেতে ৪৫টি ডট বল খেলেছেন তিনি। একই সময়ে, কেএল রাহুল এই ম্যাচে ১২৮ রান করেছেন।
আরও পড়ুন: ফোনে বিরাটদের খেলা দেখতে বসে গাড়ি জিতলেন বাংলার ছেলে, পেতে পারেন আপনিও; কীভাবে ?
ঋদ্ধিমান সাহা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলিও রয়েছেন
পাওয়ারপ্লেতে ডট বল খেলা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), যশস্বী জয়সওয়াল এবং বিরাট কোহলি। ঋদ্ধিমান ৭ ম্যাচে যথাক্রমে ৪৫টি ডট বল খেলেছেন। যশস্বী জয়সওয়াল ৭ ম্যাচে ৪৪টি ডট বল খেলেছেন। পাশাপাশি ৮ ম্যাচে ৪৩টি ডট বল খেলেছেন বিরাট কোহলিও।