scorecardresearch
 

IPL 2023: 'আমার বিয়েতে নাচবেন বলেছেন শাহরুখ,' উচ্ছ্বসিত রিঙ্কু

কিছুদিন আগেই গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। এরপরেই অভিনন্দন জানিয়েছিলেন দলের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই রাতেই ক্রিকেটারকে ফোন করে রিঙ্কুকে বিশেষ বার্তা দিয়েছিলেন শাহরুখ।

Advertisement
রিঙ্কু সিং ও শাহরুখ খান রিঙ্কু সিং ও শাহরুখ খান
হাইলাইটস
  • রিঙ্কুর বিয়েতে নাচবেন শাহরুখ
  • ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। এরপরেই অভিনন্দন জানিয়েছিলেন দলের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই রাতেই ক্রিকেটারকে ফোন করে রিঙ্কুকে বিশেষ বার্তা দিয়েছিলেন শাহরুখ।

রিঙ্কুকে সেদিন ফোন করে কী বলেছিলেন বলিউড (Bollywood) সুপারস্টার? সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু সিং বলেন, 'আমার বিয়ের কথা বলেছিলেন তিনি (শাহরুখ খান)। তিনি বলেন, আমাকে অনেকেই তাদের বিয়েতে ডাকে। কিন্তু আমি যাই না। তবে আমি তোমার বিয়েতে অবশ্যই যাবো আর নাচবো।' রিঙ্কুর অবিশ্বাস্য ইনিংসের পর ট্যুইট করে শাহরুখ লেখেন, 'ঝুমে যো রিঙ্কু!! রিঙ্কু, নীতিশ রানা আর ভেঙ্কটেশ আইয়ার তোমারা অসাধারণ। শুধু বিশ্বাস রাখো নিজেদের ওপর। অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স।' এরপর দলের সিইও ভেঙ্কি মাইসোরের উদ্দেশ্যেও দারুণ বার্তা দেন শাহরুখ। তিনি লেখেন, 'ভেঙ্কি তুমি তোমার হার্টের খেয়াল রেখো।'

আরও পড়ুন: ফোনে বিরাটদের খেলা দেখতে বসে গাড়ি জিতলেন বাংলার ছেলে, পেতে পারেন আপনিও; কীভাবে ?

শাহরুখকে রিপ্লাই করে রিঙ্কু লেখেন, 'শাহরুখ স্যার আপনাকে ধন্যবাদ। সবসময় আমার পাশে থাকার জন্য।' শুধু শাহরুখ নয়, রিঙ্কুর এই বিস্ফোরক ইনিংস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা রনবীর সিংও। পাশাপাশি ক্রিকেটাররাও তাঁর ইনিংসের প্রশংসা করে পোস্ট করেন। 

আরও পড়ুন: IPL পয়েন্টস টেবিলে বদল, কীভাবে প্লেঅফে KKR?

কী ঘটেছিল শেষ ওভারে?
শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন উমেশ যাদব। প্রথম বলে সিঙ্গল নিয়ে স্ট্রাইক দেন রিঙ্কুকে। তারপর শুধুই ছক্কা। যশ দয়ালের (Yash Dawal) দিশাহীন বোলিং-এর সৌজন্যে একের পর রক ছক্কা মেরে দলকে অবিশ্বাস্য ম্যাচ জেতান রিঙ্কু। শেষ ওভারের দ্বিতীয় বল ফুলটস করেন যশ। অফ স্টাম্পের বাইরের বল স্টেডিয়ামের বাইরে পাঠান তারকা ক্রিকেটার। তৃতীয় বল আবারও লেগ সাইডে ফুলটস করলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ছক্কা মারেন রিঙ্কু। চতুর্থ বল অফস্টাম্পের অনেকটা বাইরের দিকে করার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। লং অফের ওপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন রিঙ্কু। পঞ্চম বলেও দিশা ঠিক রাখতে পারেননি যশ। লং অনের ওপর দিয়ে সেই বল বাউন্ডারির বাইরে পাঠান রিঙ্কু। শেষ বলে দরকার ছিল ৪ রান। সেই বলেও ছক্কা মেরে স্মরণীয় ম্যাচ শেষ করেন কেকেআর ব্যাটার।  
  

Advertisement

       

Advertisement