scorecardresearch
 

IPL 2023 Final CSK vs GT: স্যার জাদেজার ব্যাটিং-এ চ্যাম্পিয়ন CSK, টানটান ম্যাচে ৫ উইকেটে হার GT-র

২০২৩ আইপিএল ফাইনাল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এ নিয়ে  পাঁচবার আইপিএল জিতল মহেন্দ্র সিং ধোনির দল। শুধু তাই নয়, গতবছরে প্লে অফে যেতে পারেনি চেন্নাই। সেখান থেকে এ বছরে চ্যাম্পিয়ন। গুজরাতে হয়ে দুরন্ত পারফরম্যান্স সাই সুদর্শন এবং ঋদ্ধিমান সাহার। ম্যাচে এদিন বৃষ্টির জেরে কমে যায় ওভার। গুজরাতের ২১৪ রানের বদলে ১৫ ওভারে ১৭১ রান লক্ষ্য  হয় ধোনিদের। 

Advertisement
রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা

২০২৩ আইপিএল ফাইনাল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এ নিয়ে  পাঁচবার আইপিএল জিতল মহেন্দ্র সিং ধোনির দল। শুধু তাই নয়, গতবছরে প্লে অফে যেতে পারেনি চেন্নাই। সেখান থেকে এ বছরে চ্যাম্পিয়ন। গুজরাতে হয়ে দুরন্ত পারফরম্যান্স সাই সুদর্শন এবং ঋদ্ধিমান সাহার। ম্যাচে এদিন বৃষ্টির জেরে কমে যায় ওভার। গুজরাতের ২১৪ রানের বদলে ১৫ ওভারে ১৭১ রান লক্ষ্য  হয় ধোনিদের। 

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক। প্রথমে ব্যা৭ট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান করে গুজরাত। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সাই সুর্দশন। ৯৬ রান করেন তিনি। ৫৪ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩৯ রান করেন শুভমন গিল। ২১ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন পথিরানা। একটি করে উইকেট নেন দীপক চাহার এবং রবীন্দ্র জাদেজা। 

আরও পড়ুন: আবারও উইকেটের পিছন থেকে মাহি শো, শুভমনকে থামালেন ধোনি

২১৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামে চেন্নাই। তিন বলে চার রান করতেই শুরু হয় বৃষ্টি। সোমবার সকাল থেকেই আহমেদাবাদের আকাশ ভাল ছিল। এমনিকে সমাপ্তি অনুষ্ঠান বা গুজরাত টাইটান্সের ইনিংসের সময়েও কিছু হয়নি। ইনিংস বিরতির মাঝেও লেজার শো এবং ডিভাইনের অনুষ্ঠান হয়। কিন্তু চেন্নাইয়ের ইনিংস শুরু হতেই বাধ সাধে বৃষ্টি। তিনটি বল খেলা হওয়ার পরেই ক্রিকেটারদের মাঠ ছাড়তে হয়। প্রথমে রাত ১০.৪৫ মিনিটে এক বার পরীক্ষা হয়। আবার পরীক্ষা হয় রাত ১১.৩০ মিনিটে। তখনই সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়াররা। ম্যানচ শুরু হয় ১২:১০ মিনিটে, ম্যা চ হয় ১৫ ওভারে, চেন্নাইয়ের কাছে লক্ষ্যন ১৭০। আর সেই রান তারা করতে নেমে ২৬ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। ৪৭ রানে আউট হন কনওয়ে। ২৭ রানে আউট হন অজিঙ্কে রাহানে। 
গুজরাতের হয়ে দুই উইকেট নুর আহমেদের। একটি উইকেট মোহিত শর্মার।

Advertisement

আরও পড়ুন: এশিয়া কাপ পাকিস্তানে হবে? জানা যাবে আজই
দুই দলে কারা খেললেন?

CSK:  রুতুরাজ গায়কওয়াড়,  ডেভন কনওয়ে,  অজিঙ্কা রাহানে,  মঈন আলি,  অম্বাতি রাইডু,  রবীন্দ্র জাদেজা,  এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার),  দীপক চাহার,  তুষার দেশপান্ডে, মহেশ থিক্সানা, মহেশ পাথিরানা
সাব: শিবম দুবে, মিচ স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, আকাশ সিং
GT:  শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), বি সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি
সাব: জোশ লিটল, ওডিয়ান স্মিথ, কেএস ভারত, শিবম মাভি, আর সাই কিশোর

Advertisement