তিনি এখনও উইকেটের পেছনে একই দক্ষতার পরিচয় দেন। আর সেই পরিচয় আবারও পাওয়া গেল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) মধ্যে। তাঁর রিফ্লেক্সে বয়স এতটুকুও থাবা বসাতে পারেনি। তার প্রমাণ তিনি আবারও দিলেন সোমবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)।
আইপিএল-এর ফাইনাল রবিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা বাতিল হয়ে যায়। রিজার্ভ ডেতে ম্যাচ শুরু হতেই গোটা স্টেডিয়াম জুড়ে হলুদ ঝড় লক্ষ্য করা গেল। আর তাদের সামনেই দুর্দান্ত স্ট্যাম্পিং করলেন ধোনি। এবারের আইপিএল-এ ধারাবাহিকভাবে পারফর্ম করতে থাকা শুভমন গিলকে আউট করলেন তিনি। গিলকে আউট করার সুযোগ যদিও এর আগেও পেয়েছিল চেন্নাই। তবে দীপক চাহার সহজ ক্যাচ মিস করেন। নিজের বলেও সুযোগ পেয়ে গিয়েছিলেন দীপক কিন্তু ক্যাচ ধরতে পারেননি তিনি। সতীর্থদের ফিল্ডিং ব্যর্থতা যেন একাই পূরন করে দিলেন ধোনি। ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা শুভমন গিলকে ফিরিয়ে দিয়ে।
আরও পড়ুন: 'শুধু ধোনিকেই দেখতে এসেছি...' আহমেদাবাদ স্টেশনেই রাত কাটালেন মাহি ফ্যানরা
সপ্তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার বলে স্ট্যাম্প হন গিল। ২০ বলে ৩৯ রান করে আউট হন তিনি। জোরে বল বেশ কিছুটা টার্ন করান জাদেজা। বল চলে যায় সোজা ধোনির হাতে। স্ট্যাম্পের বাইরে থাকা গিলের স্ট্যাম্প উড়িয়ে দেন ধোনি। এতটাই দ্রুত তিনি এ কাজ করেন যে, গিল মা ভেতরে ঢোকাবার সময় পাননি।
আরও পড়ুন: এশিয়া কাপ পাকিস্তানে হবে? জানা যাবে আজই
এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সামগ্রিকভাবে, চেন্নাইয়ের ফিল্ডিং একেবারেই ভালো হয়নি। শুধু ক্যাচ ধরতে পারা নয়, ফিল্ডিং-ও মিস করতে থাকেন চেন্নাই ফিল্ডাররা।গিল আউট হলেও দারুণ ছন্দে ব্যাট করতে থাকেন ঋদ্ধিমান সাহা। ৩৯ বলে ৫৪ রান করে আউট হন তিনি।
দুই দলে কারা আছেন?
CSK: রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, অম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মহেশ থিক্সানা, মহেশ পাথিরানা
সাব: শিবম দুবে, মিচ স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, আকাশ সিং
GT: শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), বি সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, নুর আহমেদ, মোহিত শর্মা, মহম্মদ শামি
সাব: জোশ লিটল, ওডিয়ান স্মিথ, কেএস ভারত, শিবম মাভি, আর সাই কিশোর