scorecardresearch
 

IPL 2023 Kolkata Knight Riders: টানা ৪ ম্যাচে হেরেছে KKR, প্লে অফে যেতে পারবে? অঙ্ক যা বলছে...

জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। প্লে অফের আশা জিইয়ে রাখতে সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টানা চার ম্যাচ হেরে এই ম্যাচে খেলতে নামা কেকেআর-এর অধিনায়ক হিসেবে নীতিশ রানার (Nitish Rana) গ্রহণযোগ্যতা নিয়েও চর্চা চলছে ক্রিকেটমহলে। অন্যদিকে, দলের ব্যাটিং লাইন আপ বারবার ফেল করছে। দেখা যাচ্ছে যে, পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কেকেআরের সাধের ব্যাটিং ব্রিগেড।

Advertisement
কেকেআর দল কেকেআর দল
হাইলাইটস
  • কেকেআর-এর সামনে কঠিন চ্যালেঞ্জ
  • জিততেই হবে রানাদের

জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders)। প্লে অফের আশা জিইয়ে রাখতে সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। টানা চার ম্যাচ হেরে এই ম্যাচে খেলতে নামা কেকেআর-এর অধিনায়ক হিসেবে নীতিশ রানার (Nitish Rana) গ্রহণযোগ্যতা নিয়েও চর্চা চলছে ক্রিকেটমহলে। অন্যদিকে, দলের ব্যাটিং লাইন আপ বারবার ফেল করছে। দেখা যাচ্ছে যে, পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কেকেআরের সাধের ব্যাটিং ব্রিগেড।

কীভাবে প্লে অফে যেতে পারে কেকেআর?
কেকেআরের পক্ষে বেশ কঠিন প্লে অফে যাওয়া। শ্রেয়াস আইয়ারের অভাব এখনও পূরন করতে পারেনি কেকেআর। রিংকু সিং এবং ভেঙ্কটেশ আইয়ারের মত ক্রিকেটাররা ভালো খেললেও বাকিরা রান পাচ্ছেন না। কিন্তু কেকেআরকে দ্রুত ফিরে আসতে হবে। কেকেআরকে এখনও প্লে অফে জায়গা পেতে বাকি অন্তত ৭টি ম্যাচ জিততে হবে। ১৬ পয়েন্ট পেলেই সাধারণভাবে প্লে অফের আশা থাকে। তবে বলা যায় না। এবারে আইপিএল-এ টানটান উত্তেজক ম্যাচ হচ্ছে। টানা চার ম্যাচ হারের পর চিন্নাস্মামী স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। টানা হারে লিগ টেবিলের তলায় শাহরুখ খানের দল। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আরসিবি। ৪টে জয় আর ৩টে হার নিয়ে। আট নম্বর থেকে প্রথম চারে আসতে হলে জিততেই হবে নীতিশ রানাদের। 

আরও পড়ুন: KKR টিমে গুরবাজ? প্লে-অফে টিকে থাকতে আজ জিততেই হবে

সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ। কেকেআর দলে গত ম্যাচে বদল এনেও লাভ হয়নি। ঘরের মাঠে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। রান খেয়েছেন স্পিনাররাও। সেটাই আরও বড় চিন্তার কারণ কেকেআর-এর কাছে। তাদের খারাপ ফর্ম সত্ত্বেও, কেকেআর-এর কাছে আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারের মত কিছু পাওয়ার হিটার রয়েছেন। উভয় দলেই ধারাবাহিকতার অভাব রয়েছে। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের এই তিন ব্যাটারই বেশিরভাগ রান করেছেন, অন্যদিকে মহাম্মদ সিরাজ দক্ষতার সঙ্গে বোলিং আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। তবে কেকেআর এর ম্যাচে অধিনায়ক হিসেবেই ফিরতে পারেন ফাফ ডু প্লেসি। পাঁজরের চোটের জন্য দুই ম্যাচে ইম্প্যাক্ট সাব হিসেবে নিজের কাজটা করেছেন কমলা টুপির মালিক ফাফ। 

Advertisement

আরও পড়ুন: 'বিরাট' ধাক্কা, কোহলিকে ২৪ লক্ষ টাকা ফাইন করল IPL, কেন?

বেঙ্গালুরুর পিচ ব্যাট করার জন্য দুর্দান্ত। এখানে গড় স্কোর ১৯৩। যদিও অবাক করার মতো বিষয় হল, এই মরশুমে পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে প্রথমে ব্যাটিং করা দল। পেসাররা এই স্টেডিয়ামে রাজত্ব করছে, স্পিনাররাও উইকেট পাচ্ছেন। শিশির একটি ভূমিকা পালন করতে পারে, টস জিতে পরে ব্যাট করতেই চাইবেন দুই দলের অধিনায়করা। 

কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ? 

ফাফ ডু প্লেসিস (ক্যাপ্টেন), বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, হর্ষাল প্যাটেল, মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ভিশাক বিজয়কুমার এবং ডেভিড উইলি।

জেসন রয় (Jason Roy), নারায়ণ জগদীশন (Narayan Jagdeesan), নীতিশ রানা-অধিনায়ক (Nitish Rana), ভেঙ্কটেশ আইয়ার (Venktesh Iyer), রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেল (Andre Russel), সুনীল নারিন (Sunil Narine), শার্দূল ঠাকুর (Shardul Thakur), উমেশ যাদব (Umesh Yadav), লকি ফার্গুসন (Lockie Ferguson), বরুণ চক্রবর্তী (Varun Chakraborty)। 

ইমপ্যাক্ট প্লেয়ার অথবা প্রথম একাদশে থাকার মতো আরও চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছেন এই দলে। তাঁরা হলেন সুয়শ শর্মা (Suyash Sharma), ডেভিড উইজ (David Wiese), বৈভব আরোরা (Vaibhav Arora) এবং রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। সবমিলিয়ে এই ম্যাচ যে জমজমাট হতে চলেছে, সেই কথা আর বলার অপেক্ষা রাখে না।  

Advertisement