শুভারম্ভ হয় ২০০৮ সালের ১৮ এপ্রিল। দেখতে দেখতে ১৫টি বছর অতিক্রান্ত। টি-২০ (T-20) মেগা ক্রিকেট লিগ, আইপিএলের বার্থডে আজকেই।
প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) মুখোমুখি হয় উদ্বোধনী ম্যাচে। শুধু তাই নয়, সেই ম্যাচে একটি রেকর্ডও তৈরি হয়। ব্রেন্ডন ম্যাককালাম ৭৩ বলে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। প্রথম বছর জমকালো উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হয় এই মেগা লিগ।
ভারতের বুকে প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের টাইটেল স্পনসর ছিল ডিএলএফ (DLF)। তৎকালীন বিসিসিআই (BCCI) সভাপতি ছিলেন ললিত মোদি (Lalit Modi)। টুর্নামেন্টের শুরুটা বেশ ভালো হয়েছিল। প্রথম বছর মোট ৮টি দল অংশ নেয়। কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, রাজস্থান, পঞ্জাব এবং মুম্বই। আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস (RR)। সেইবছর রাজস্থানের অধিনায়ক ছিলেন বিশ্ববিখ্যাত স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। সমগ্র বিশ্বের ক্রিকেটাররাই অংশ নেন এই মেগা ক্রিকেট টুর্নামেন্টে। কিন্তু মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলার পর থেকে, পুরোপুরিভাবে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরপর ২০১০ সালে নতুন আরও দুটি দল যোগ দেয়। পুনে ওয়ারিয়র্স (Pune Warriors) এবং কোচি টাস্কার্স কেরল (Kochi Tuskers Kerala)। যদিও পরে এই দুটি দল উঠে যায়। অন্যদিকে, প্রাথমিকভাবে হায়দরাবাদের দলটির নাম ছিল হায়দরাবাদ ডেকান চার্জার্স। পরবর্তীতে, সান টিভি দলটিকে কেনার পর নাম বদলে হয় সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। কিন্তু এই টুর্নামেন্ট কালিমালিপ্ত হয় ২০১৫ সালে। স্পট ফিক্সিং বিতর্কে নাম জড়ায় চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়্যালসের। সেইসঙ্গে, বেটিং (Cricket Betting) সহ একাধিক কান্ড সামনে আসে। এমনকি, অনেক ক্রিকেটারকে নির্বাসনেও পাঠায় দুর্নীতি দমন শাখা।
যদিও পরবর্তীতে নড়েচড়ে বসে বিসিসিআই (BCCI)। নিরাপত্তা থেকে শুরু করে, একাধিক বিষয়ে আরও বেশি করে নজর দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এখন মোট দশটি দল এই লিগে খেলে। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), পঞ্জাব কিংস (Punjab Kings), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), গুজরাত টাইটানস (Gujarat Titans) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)।
এখনও পর্যন্ত আইপিএলের (IPL 2023) ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে ব্যাঙ্গালোরের দখলে। সেই ২০১৩ সালে, পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তোলে আরসিবি। এটিই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে, একটি ইনিংসে সর্বাধিক রান। সেই ম্যাচে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ক্রিস গেইল (Chris Gayle)। অন্যদিকে সবথেকে কম রানের রেকর্ডও সেই ব্যাঙ্গালোরের নামের পাশেই। প্রসঙ্গত, ২০১৭ সালে কেকেআর-এর বিরুদ্ধে মাত্র ৪৯ রানেই শেষ হয়ে যায় আরসিবি-র ইনিংস। এটিই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে, কোনও একটি দলের পক্ষে সবথেকে কম রান। অন্যদিকে, এখনও পর্যন্ত আইপিএলের সর্বাধিক রান স্কোরার বিরাট কোহলি (Virat Kohli), তাঁর সংগ্রহে ৬৮৪৪ রান। সবথেকে বেশি উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো (D. Bravo), সংগ্রহে ১৮৩টি উইকেট।
পরিসংখ্যান অনুযায়ী, সর্বাধিক পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই মেগা লিগে প্রত্যেকদিনই বিভিন্ন মুহূর্ত তৈরি হয়। সবমিলিয়ে জমকালো ভাবেই, ১৫ পেরিয়ে এবার ১৬-র দিকে ছুটছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premiere League)।